Elephant attack: মালবাজারে স্কুলে হাতির তাণ্ডব, গজরাজের হানায় ১ বছরে ৫ বার ক্ষতিগ্রস্ত বিদ্যালয়

মালবাজার মহকুমায় হাতির হানা অব্যাহত। এই মহকুমা এলাকার নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতে একটি গ্রামে ঢুকে পড়ে তাণ্ডব চালাল গজরাজ। যদিও হাতির হামলায় হতাহাদের কোনও খবর পাওয়া যায়নি। তবে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসবস্তি নেপালি প্রাথমিক স্কুল। প্রায় তিনটি ক্লাসরুম ভাঙচুর করেছে হাতি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে যেমন আতঙ্ক ছড়ায়, তেমনি বন বিভাগ এবং প্রশাসনের ভুমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তারা।

আরও পড়ুন: গেম খেলার নেশাই কাল, যুবককে শুঁড়ে করে তুলে নিয়ে গেল হাতি, ১ কিমি দূরে মিলল দেহ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  সোমবার গভীর রাতে জলঢাকা জঙ্গল থেকে একটি হাতি লোকালয়ে প্রবেশ করে। তখন স্থানীয়রা লক্ষ্য করেন হাতিটি স্কুলটির ভিতরে ঢুকে ভাঙচুর চালাচ্ছে। তখন বন বিভাগকে খবর দেন গ্রামবাসীরা। স্থানীয়রা জানান, মূলত খাবারের খোঁজে স্কুল বাড়িতে তাণ্ডব চালায় হাতিটি। যদিও গরমের ছুটি থাকার ফলে স্কুলে মিড ডে মিল মজুত ছিল না। তবে স্থানীয়রা জানাচ্ছেন, গত এক বছরে এই স্কুলটি পাঁচ বার হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে স্বাভাবিকভাবেই স্কুলের পঠনপাঠন বা পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অবিভাবকরা। এই ঘটনায় প্রশাসন ও বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা।

তাদের বক্তব্য, যদি ঘটনার সময় স্কুলে পড়ুয়ারা থাকত তাহলে সেক্ষেত্রে বড়সড় ক্ষতি হতে পারত। প্রসঙ্গত, স্কুলের চারপাশে কোনও প্রাচীর নেই। এই অবস্থায় হাতির উপদ্রব থেকে বাঁচাতে স্কুলের চারপাশে প্রাচীর দেওয়ার পাশাপাশি গভীর নালা খনন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অন্যদিকে, স্কুলের তরফে জানানো হয়েছে,  যে এই স্কুলটি এক বছরে পাঁচ বার হাতির হানায় ক্ষতিগ্রস্থ হয়েছে। এর আগেও এই ধরনের ঘটনা ঘটলে কোনও ক্ষতিপূরণ বন বিভাগের তরফে দেওয়া হয়নি। অনেক সমস্যার মধ্যে দিয়ে স্কুল চালানো হচ্ছে। যদিও এই ঘটনায় বন বিভাগের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, মালবাজারের প্রায়ই হাতি তাণ্ডব চালাচ্ছে। গত মার্চ মাসে মালবাজারের মেচবস্তি এলাকায় হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। ফলে সেখানে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে স্থানীয়দের।