IPL 2024 Points Table KKR tops IPL points table Gujarat Titans out of play off race know the points table

কলকাতা: চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়েছে আইপিএল (IPL 2024)। পয়েন্ট টেবিলে (IPL Points Table) চলছে সাপ লুডোর খেলা। একমাত্র দল হিসাবে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয়, পয়েন্ট টেবিলের প্রথম দুই দলের মধ্যে থেকে কোয়ালিফায়ার ওয়ান খেলাও নিশ্চিত করে ফেলেছেন নাইটরা। সোমবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়ে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট হয়ে গেল নাইটদের। একমাত্র রাজস্থান রয়্যালস ছাড়া আর কোনও দলই তাদের ছাপিয়ে যেতে পারবে না।

প্লে অফে বাকি তিনটি জায়গার জন্য হাড্ডাহাড্ডি লড়াই ছয় দলের। ছয় দলের মধ্যে যে কোনও তিনটি দলই প্লে অফে পৌঁছে যেতে পারে।

আইপিএলের ইতিহাসে এর আগে দুবারই মাত্র পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ের মধ্যে থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল কেকেআর। সেই দুবারই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। এই মুহূর্তে কেকেআরই পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে নাইটদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছেন সঞ্জু স্যামসনরা। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট রয়েছে রাজস্থানের ঝুলিতে। তাদের বাকি দুই ম্য়াচের মধ্যে একটি কেকেআরের বিরুদ্ধে। দুটি ম্যাচই জিতলে রাজস্থান পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যেতে পারে।

১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়নরা শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিলে ১৬ পয়েন্ট সহ প্লে অফে পৌঁছে যেতে পারে। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। দলের ব্যাটাররা ভয়ঙ্কর ফর্মে। ট্র্যাভিস হেড থেকে শুরু করে অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, প্রত্যেকে ব্যাট হাতে বিধ্বংসী ছন্দে। বাকি দুই ম্যাচে জিতলেই ১৮ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলবে হায়দরাবাদ।

পরপর পাঁচ ম্যাচ জিতে আচমকাই প্লে অফের দৌড়ে আরসিবি। ১৩ ম্যাচে ১২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলিরা। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে বড় ব্যবধানে হারাতে পারলে রান রেট ভাল থাকায় ১৪ পয়েন্ট নিয়েও প্লে অফে চলে যেতে পারে আরসিবি। দিল্লি ক্যাপিটালস ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে ৬ নম্বরে। শেষ ম্যাচে মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসকে বিরাট ব্যবধানে হারাতে হবে তাদের। তবেই প্লে অফের দৌড়ে থাকা যাবে। যদিও রান রেট খারাপ থাকায় সেই সম্ভাবনা ক্ষীণ। লখনউ ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্টে। শেষ দুই ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট নিয়ে কপাল খুলে যেতে পারে কে এল রাহুলদেরও।

প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স।

আরও দেখুন