LSG vs DC Match Highlights: কাজে এল না আরশাদ খানের লড়াকু ইনিংস, LSG-কে ১৯ রানে হারাল DC

<p><strong>নয়াদিল্লি :</strong> আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু হল না শেষরক্ষা। কাজে এল না আরশাদ খানের লড়াকু ইনিংস। LSG-কে ১৯ রানে হারাল DC। আর এই জয়ের সঙ্গে সঙ্গে প্লেঅফের দৌড়ে থেকে গেল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।</p>
<p>অভিষেক পোড়েল ও ট্রিস্টান স্টাবসের অসাধারণ ব্যাটিং প্রদর্শনের পর, বল হাতে ভেল্কি দেখালেন দিল্লি ক্যাপিটালসের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। তুলে নিলেন ৩ উইকেট। অভিষেক ও স্টাবসের ব্যাটিংয়ে ভর করে ২০৮ রান তোলে দিল্লি। অন্যদিকে, লখনউয়ের তরফে নিকোলাস পুরাণ ও আরশাদ খান দুরন্ত অর্ধ শতরান করলেও, ১৮৯ রানেই থেমে যায় তাদের ইনিংস। তবে, প্লেঅফের যোগ্যতা অর্জন করতে হলে DC-কে এখন অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে। অন্যদিকে, LSG-র হাতে এখনও একটা ম্যাচ রয়েছে। তবে, নেট রান রেটের নিরিখে তারা খুব একটা ভাল জায়গায় নেই।</p>
<p>কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ভর্ৎসনার রেশ কাটিয়ে কে এল রাহুলের নেতৃত্বে মাঠে নামে লখনউ সুপার জায়ান্টস। এদিন টসে জিতে দিল্লি ক্যাপটালসকে ব্য়াট করতে পাঠান LSG অধিনায়ক। এটা DC-র কাছে মরণ-বাঁচন ম্যাচ ছিল। কারণ, এই ম্যাচে হারলেই তারা প্লে অফের লড়াই থেকে কার্যত ছিটকে যেত। অন্যদিকে, এই ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালসের থেকে ভাল জায়গায় ছিল LSG-র অবস্থা। যদিও তাদের ক্ষেত্রেও একাধিক সমীকরণের উপর নির্ভর করছে পরের ধাপে পৌঁছনো।</p>
<p>আজ ব্যাট করতে নেমে অন্যবদ ইনিংস খেলেন অভিষেক পোড়েল। ৩৩ বলে ৫৮ রান তোলেন তরুণ এই ব্যাটার। ৫টি চার ও ৪টি ছক্কার সহযোগে। DC-র হয়ে ব্যাট হাতে সফল স্টাবসও। ২৫ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৩টি চার ও ৪টি ছক্কা সহযোগে। অন্যদিকে, ২৩ বলে ৩৩ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। শাই হোপের সংগ্র ২৭ বলে ৩৮ রান।</p>