T20 World Cup 2024: Rohit Sharma and Chief Selector Ajit Agarkar Were Against Hardik Pandya’s selection

মুম্বই: যত দিন যাচ্ছে, পরিস্থিতি যেন আরও খারাপ হচ্ছে। নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিতর্ক প্রতিদিন মাথাচাড়া দিয়ে উঠছে। রোহিত শর্মা (Rohit Sharma)-হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ইস্যুতে এবার আরও একটি খবর বেরিয়ে এল। আসন্ন টি-টােয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন বঢোদরার অলরাউন্ডার। জানা যাচ্ছে যে রোহিত শর্মা ও নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) নাকি দলেই নিতে চাননি হার্দিক পাণ্ড্যকে। কিন্তু এরপরও বোর্ডের চাপের ফলেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয় সবাই। কিন্তু আইপিএলের মাঝেই এই খবর যেন আরও একবার দু তারকা ক্রিকেটারের সম্পর্কের চিড় ধরার ছবিটা আরও পরিষ্কার করে দিল।

রোহিত ও হার্দিকের মধ্যে ঝামেলার সূত্রমাৎ মূলত হার্দিকের মুম্বইয়ের অধিনায়ক হয়ে আসার পর থেকে। গুজরাত টাইটান্সের থেকে মুম্বইকে সরাসরি দলে নিয়ে অধিনায়ক ঘোষণা করে দিয়েছিল মুম্বই শিবির। পাঁচবার যে মুম্বইকে চ্যাম্পিয়ন করেছিলেন রোহিত, তাঁকে আচমকাই ছেঁটে ফেলা হয়। শিবিরের অনেকেই হার্দিকের অধিনায়কত্ব পাওয়াটা ভালভাবে দেখেননি। দু ভাগে ভাগ হয়ে যায় মুম্বই শিবির। যার প্রভাব পড়ে মাঠের খেলাতেও। এবারের আইপিএলে ১৩ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত মাত্র ৪ ম্য়াচে জয় ছিনিয়ে নিতে পেরেছে। এমনকী দলও প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। সূত্রের খবর, বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার যে বৈঠক হয়েছিল আমদাবাদে, সেখানে নাকি বিস্তর আলোচনা হয় হার্দিককে নিয়ে। রোহিত নাকি কথা কাটাকাটিতেও জড়িয়েছিলেন বেশ কয়েকজনের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত হার্দিক দলেও ঢোকেন, এমনকী সহ অধিনায়কও তাঁকে বেছে নেওয়া হয়। তবে রোহিত এই বিষয়ে এতটাই অসন্তুষ্ট হন যে বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার কথাও জানান নির্বাচকদের। 

উল্লেখ্য, চলতি মরশুমে বিভিন্ন সময়ে মুম্বই যখন মাঠে সাফল্য পেয়েছে রোহিত ও হার্দিককে কোলাকুলি ও হাত মেলাতে দেখা গিয়েছে। কিন্তু আদতে যে বরফ গলেনি তার আন্দাজ আরও একবার মিলেছিল কেকেআর ম্য়াচের অনুশীলনের সময় ইডেন গার্ডেন্সে। দু জনে একসঙ্গে নেটে ব্যাটিং করেননি, এমনকী অনুশীলনেও একে অপরের সঙ্গে কথা বলেননি একটুকুও। তবে আইপিএল ও বিশ্বকাপের মঞ্চ একদমই আলাদা। এত বড় টুর্নামেন্টে ভারতীয় দলের এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্সে কোনও প্রভাব না পড়ুক, এটাই কাম্য।  

 

 

আরও দেখুন