IPL 2024 Sachin Tendulkar visits Irfan Pathan Yousuf Pathan house spend time shares photo in social media

বঢোদরা: আমন্ত্রণ জানিয়েছিলেন ইরফান পাঠান (Irfan Pathan)। সেই আমন্ত্রণ রক্ষা করতে গেলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। হাজির হয়ে গেলেন ইরফানের বাড়িতে। তারপর চলল জমিয়ে আড্ডা, খাওয়াদাওয়া। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার। সেখানে সচিনকে দেখা যাচ্ছে ইরফান, তাঁর বাবা মেহমুদ খান পাঠানের সঙ্গে খোশমেজাজে গল্প করছেন মাস্টার ব্লাস্টার। পাঠান পরিবারের সকলের সঙ্গেই সময় কাটান সচিন।

কয়েকদিন আগেই জিম করবেট ন্যাশানল পার্কে সাফারিতে গিয়েছিলেন সচিন। সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলিও। আইপিএলের সঙ্গেও যুক্ত রয়েছেন সচিন। মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর তিনি। যে দলের হয়ে আইপিএলে খেলতেন মাস্টার ব্লাস্টার। এখন অর্জুন তেন্ডুলকর রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে ডাগ আউটে দেখা যায় সচিনকে। তবে প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তাই এই মুহূর্তে দলের সঙ্গে নেই সচিনও। অন্যদিকে, আইপিএলে ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন ইরফান। তিনিও টুর্নামেন্ট নিয়ে তুমুল ব্যস্ত।

 

মাঝে তাঁর জন্মদিন উপলক্ষ্যে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়েছিলেন সচিন। তারপরই উত্তরাখণ্ডে জিম করবেট ন্যাশানল পার্কে দেখা গিয়েছিল সচিনকে। এবার ইরফানের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করলেন ক্রিকেট মাঠের কিংবদন্তি।

বড় ভাই তথা সচিনের এক সময়কার সতীর্থ ইউসুফ পাঠান এখন রাজনীতিতে ব্যস্ত। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি লড়াই করছেন বহরমপুর থেকে। ইউসুফ বাড়িতে ছিলেন না। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে সচিনের ছবি শেয়ার করেছেন ইরফান। সঙ্গে লিখেছেন, ‘কত গল্প, হাসি, তোমার সঙ্গে থাকাটা সব সময়ই ভাগ্যের ব্য়াপার। গত রাতটা এত স্পেশ্যাল হয়ে রইল তোমার জন্যই। এরকম আরও কয়েকটা রাতের অপেক্ষায় রইলাম, সচিন পাজি।’

সচিন লিখেছেন, ‘সাফার জিভে জল আনা খাবার, তোমার বাবার মজার গল্প, তোমার ছেলেদের দুরন্তপনা, সব মিলিয়ে দারুণ কাটল। আবার হবে আড্ডা।’

 

ইরফানের দুই ছেলে ইমরান  ও সুলেমানের সঙ্গেও কথা বলেন সচিন। টিম ইন্ডিয়ার জার্সি হাতে তারা সচিনের সঙ্গে ছবি তোলে। দুই কিংবদন্তিকে এক ফ্রেমে দেখে ভক্তরা উচ্ছ্বসিত। হার্ট ইমোজিতে কমেন্ট বক্স ভেসে যায়। 

আরও পড়ুন: সচিনের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু, আইপিএলের মাঝেই শোকস্তব্ধ তেন্ডুলকর পরিবার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন