IPL 2024 KKR Sunil Narine surprises fans again dazzles in Bangla language ahead of IPL play offs

কলকাতা: দীর্ঘ ১২ বছর হয়ে গেল তিনি কলকাতা নাইট রাইডার্সে (KKR) খেলছেন। বাংলায় কথাও শিখে গিয়েছেন। ক্যারিবিয়ান তারকার বাংলা চমকে দিচ্ছে ভক্তদের।

তিনি, সুনীল নারাইন (Sunil Narine)। যিনি আজকাল আর কাউকে সম্বোধন করতে হ্যালো বলছেন না, বলছেন ‘নমস্কার’। ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারের মুখে নাকি থ্যাঙ্ক ইউ শোনা যাচ্ছে না। পরিবর্তে ‘ধন্যবাদ’ বলছেন বিস্ময় স্পিনার। কারও প্রশংসা করতে হলে বলছেন, ‘সেরা।’ আর গোলমেলে কিছু দেখলে? ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার বলছেন, ‘গণ্ডগোল।’

প্রথম দল হিসাবে আইপিএলের (IPL 2024) প্লে অফে জায়গা করে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও নিশ্চিত হয়ে গিয়েছে যে, পয়েন্ট টেবিলের প্রথম দুইয়েই থাকবে শাহরুখ খান-জুহি চাওলার দল। যার অর্থ, কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুবিধা পাবে কেকেআর। কোয়ালিফায়ার ওয়ানে খেলা মানেই বাড়তি সুবিধা। সেই ম্যাচে জিতলে সরাসরি পৌঁছে যাওয়া যাবে ফাইনালে। আবার হারলেও ফাইনালে ওঠার আর একটা সুযোগ পাওয়া যাবে। 

তবে প্লে অফে কেকেআরের প্রতিপক্ষ কে হবে, তা এখনও নিশ্চিত নয়। রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ দৌড়ে এগিয়ে। গ্রুপ পর্বে কেকেআরের শেষ ম্যাচ আবার রাজস্থানের সঙ্গেই। তবে এবার অ্যাওয়ে ম্যাচ। অসমের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হবে খেলা। সেই ম্যাচ খেলার জন্য শুক্রবার কলকাতা ছাড়বেন নাইট ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। তার আগে দিন দুয়েক কলকাতায় রইলেন কেকেআর তারকারা। বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে প্র্যাক্টিসও করলেন কেকেআর ক্রিকেটারেরা।

তার আগে খোশমেজাজে সুনীল নারাইন। এবারের আইপিএলে যাঁর পুনর্জন্ম হয়েছে। গৌতম গম্ভীর মেন্টর হিসাবে কেকেআরে যোগ দিয়েই নারাইনকে দিয়ে ইনিংস ওপেন করানোর পুরনো কৌশল অবলম্বন করেছেন। যা তিনি শুরু করেছিলেন কেকেআরের অধিনায়ক হিসাবে। নারাইনও ব্যাট হাতে প্রতিপক্ষ বোলিংকে গুঁড়িয়ে দিচ্ছেন। সঙ্গে বল হাতেও যেন ফিরে পেয়েছেন পুরনো ধার। ফের তাঁর কোন বল পড়ে ভিতরে আসবে আর কোনটা বাইরে যাবে, বুঝতে হিমশিম খাচ্ছেন ব্যাটাররা। 

 

তার মাঝেই কেকেআর একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে নারাইনকে দেখা যাচ্ছে বাংলায় কথা বলতে। কেকেআরের তরফে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সুনীলদা বাংলায় কথা বলছেন।’ সেই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন: সবাইকেই থামতে হয়, সুনীলের অবসরের সিদ্ধান্ত শুনে বলছেন শ্বশুর সুব্রত

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন