Kolkata Knight Rider secure top spot IPL 2024 Points Table after Rajasthan Royals defeat vs Punjab Kings

কলকাতা: আইপিএল (IPL 2024) একেবারে ‘বিজনেস এন্ড’-এ চলে এসেছে। আর মাত্র পাঁচ ম্যাচ বাকি, তারপরেই শেষ হয়ে যাবে গ্রুপপর্ব। তবে এখনও প্লে-অফের লড়াইয়ের জন্য মাত্র দু’টি দলই নিজেদের জায়গা পাকা করতে পেরেছে। বাকি দুই স্থানের জন্য লড়াই এখনও চলছে। তবে বুধবার রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচের পর একটা জিনিস নির্ধারিত হয়ে গেল। কলকাতা নাইট রাইডার্সই এইবার শীর্ষস্থানে থেকে গ্রুপপর্ব শেষ করবে।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের গ্রুপ পর্বের ১৩তম ম্যাচ ভেস্তে যাওয়ার পর নাইটদের পয়েন্ট সংখ্যা দাঁড়ায় ১৯। কোয়ালিফায়ার ১ খেলা নাইটদের নিশ্চিতই ছিল। তবে এক ও দুই কে হবে সেই নিয়ে লড়াই ছিল। একমাত্র দল হিসাবে রাজস্থান রয়্যালসই কেকেআরকে পিছনে ফেলে ২০ পয়েন্টে পৌঁছতে পারত। কিন্তু তা আর সম্ভব নয়। রাজস্থানের বিরুদ্ধে পাঞ্জাব কিংস পাঁচ উইকেটে ম্যাচ জিততেই কেকেআরের শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেল কেকআরের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দলের জয়ের দিনেই বুমরার থেকে পার্পল ক্যাপ ছিনিয়ে নিলেন হর্ষল পটেল

আরও দেখুন