কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ

বিশ্ব ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চার বছরে তৃতীয় ট্রফি জয়ের মিশনে নামছে জুনে। এর আগে সবশেষ প্রস্তুতি তারা নেবে দুটি ম্যাচ খেলে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই দুটি ম্যাচের প্রতিপক্ষ কে, জানিয়ে দিয়েছে।

আগামী মাসে যুক্তরাষ্ট্রে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এএফএ-এর তথ্য অনুসারে, লিওনেল মেসি ও তার সতীর্থরা ইকুয়েডরের সঙ্গে ৯ জুন প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে শিকাগোর সোলজার ফিল্ডে। পাঁচ দিন পর ম্যারিল্যান্ডের ল্যান্ডোভারের কমান্ডার্স ফিল্ডে গুয়াতেমালার মুখোমুখি হবে ২০২১ সালের কোপা আমেরিকান চ্যাম্পিয়নরা।

২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা এই দুটি ম্যাচ খেলে কোপার শিরোপা ধরে রাখার মিশনে নামবে। ২০ জুন আটলান্টায় তাদের প্রতিপক্ষ কানাডা। এছাড়া ‘এ’ গ্রুপে তারা খেলবে চিলি ও পেরুর বিপক্ষে।

আগামী ১২ জুনের মধ্যে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করতে হবে কোপায় খেলতে যাওয়া দলগুলোকে। ধারণা করা হচ্ছে, কাতারে তৃতীয় বিশ্বকাপ জয়ী দলের অধিকাংশ খেলোয়াড়কে বাছাই করে লিওনেল স্কালোনি কোপা আমেরিকার দল সাজাবেন।