Air India Flight: মাঝ আকাশেই এসিতে আগুন? দিল্লি বিমানবন্দরে ফিরে এল এয়ার ইন্ডিয়ার বিমান

বিরাট বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। দিল্লি থেকে রওনা হয়েছিল বিমানটি। AI-807। কিন্তু সেটা ফের দিল্লি বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য় হয়। সূত্রের খবর প্লেনের এয়ার কন্ডিশনিং সিস্টেমে সম্ভবত আগুনের ফুলকি দেখা গিয়েছিল। তার জেরে ফিরে আসে বিমানটি। এদিকে ওই বিমানে সব মিলিয়ে ১৭৫জন যাত্রী ছিলেন। তবে তাঁরা সকলেই নিরাপদে ফিরে আসতে পেরেছেন বলেই খবর। 

দিল্লি এয়ারপোর্ট অফিসারদের মতে, বিমানটি ৬টা বেজে ৩৮ মিনিটে ফিরে আসে দিল্লি বিমানবন্দরে। 

সূত্রের খবর বিমানটি বেঙ্গালুরু যাচ্ছিল। সেটাই মাঝপথ থেকে ফেরৎ এসেছে। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে আগুন সংক্রান্ত একটা বিষয়কে কেন্দ্র করে দ্রুত নেমে আসে বিমানটি। পিটিআই সূত্রে খবর বিমানবন্দরে এমার্জেন্সি ঘোষণা করা হয়। তবে যাত্রীরা যাতে নিরাপদে থাকেন তার সব ব্যবস্থা করা হয়েছে। তাঁরা যাতে ফের বেঙ্গালুরু যেতে পারেন তার সবরকম ব্যবস্থা করা হয়েছে। তবে কেন এই পরিস্থিতি হল তা খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে। মনে করা হচ্ছে কোনও ঝুঁকি নিতে চায়নি বিমান সংস্থা। সেকারণেই বিমানটি ফিরিয়ে আনা হয়।