Siliguri mishap: বন্ধ ঘর থেকে উদ্ধার হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকের ঝুলন্ত দেহ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিবমন্দিরের রামকৃষ্ণ সরণীতে। মৃতের বাম ববিতা দত্ত। তাঁর বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে। ববিতা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গ্রামোন্নয়ন গবেষণা বিভাগের গবেষক ছিলেন। সে কারণেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিবমন্দির রামকৃষ্ণ সরণীতে একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন বছর ত্রিশের যুবতী।

আরও পড়ুন: সিপিএমের সঙ্গে আঁতাত করে নন্দীগ্রাম গণহত্যা করেছিল অধিকারী পরিবার: মমতা

পড়তে থাকুন: যে যত ব্যক্তি আক্রমণ করতে পারবে সে তত বড় তৃণমূল নেতা, কল্যাণকে কটাক্ষ মিঠুনের

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর হয়ে গেলেও যুবতীর ঘর বন্ধ থাকায় সন্দেহ হয় বাড়ির মালিকের। অনেক ডাকাডাকিতেও সাড়া না দেওয়ায় দরজা ভেঙে ঘরে ঢোকেন তিনি। সেখানে তিনি যুবতীর ঝুলন্ত দেহ দেখতে পান।

আরও পড়ুন: লোডশেডিং করিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল, আমি আজ না হোক কাল এর বদলা তো নেবই: মমতা

ঘটনার খবর দেওয়া হয় মাটিগাড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। কী করণে যুবতী চরম সিদ্ধান্ত নিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তার সহপাঠীরা। ঘটনায় শোকস্তব্ধ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে অধ্যাপকরা। পাশাপাশি যুবতীর বাড়িতেও খবর দেওয়া হয়েছে।