T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই শাকিবদের বিরুদ্ধে লড়াই রোহিতদের, কবে সেই ম্য়াচ?

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর। আগামী ১ জুন থেকে শুরু কুড়ির ফর্ম্য়াটের এই বিশ্বকাপ। আমেরিকা ও যুক্তরাষ্ট্রের মাঠে বসবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। রোহিত শর্মার ( নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a> (Indian Cricket Team)। আগামী ৫ জুন প্রথম ম্য়াচ ভারতের। আর সেই ম্য়াচের আগেই বাংলাদেশের সঙ্গে ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া।&nbsp;</p>
<p style="text-align: justify;"><a title="শাকিব আল হাসান" href="https://bengali.abplive.com/topic/shakib-al-hasan" data-type="interlinkingkeywords">শাকিব আল হাসান</a>দের বিরুদ্ধে ম্য়াচের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল শুক্রবার। আসলে কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি মাত্র ওয়ার্ম আপ ম্য়াচ খেলতে নামবে <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> বাহিনী। আর সেই ম্য়াচেই প্রতিপক্ষ টাইগাররা। আইসিসির তরফে জানানো হয়েছে যে টুর্নামেন্টের মূল পর্বের আগে মোট ১৭টি ওয়ার্ম আপ ম্য়াচ খেলবে দলগুলো।&nbsp;</p>