কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে পোশাক কারখানার দশম তলার ছাদ থেকে পড়ে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১৯ মে) দুপুর ২টায় কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার ইসলাম নিট লিমিটেড নামে কারখানায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মৃত শ্রমিকের নাম নীলা খাতুন (৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মানিকদাইড় গ্রামের লিটন মল্লিকের মেয়ে। তিনি কোনাবাড়ীর জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওই কারখানায় ওভেন সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞাত কারণে ইসলাম নিট লিমিটেড (ইসলাম গ্রুপ) ফ্যাক্টরির দশম তলার ছাদ থেকে ওই শ্রমিক লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।’

ওই শ্রমিক লাফ দিয়েছে সেটি কীভাবে নিশ্চিত হলেন, জানতে চাইলে ওসি বলেন, ‘ফ্যাক্টরির মালিকপক্ষ জানিয়েছেন। তবে আমরা তদন্ত করছি।’

তিনি আরও বলেন, ‘মালিকপক্ষ ওই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিক নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।