হাঙ্গেরি মিশনের আগে লড়াইয়ে নামছেন রানী হামিদ-শিরিনরা

সেপ্টেম্বরে হাঙ্গেরিতে শুরু হতে যাচ্ছে বিশ্ব দাবা অলিম্পিয়াড। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশের চার নারী দাবাড়ু।

সোমবার (২০ মে) থেকে শুরু হচ্ছে ৪২তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ। এখান থেকে শীর্ষ চার দাবাড়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এবারের জাতীয় মহিলা দাবায় অংশ নিচ্ছেন-প্রবীন দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ। তার সঙ্গে লড়াইয়ে নামবেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, তাবাসসুম সাদিয়া শাহজাহান, নীলাভা চৌধুরী, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম, আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা ও  মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ। এদের মধ্যে তিন জন প্রথমবারের মতো জাতীয় মহিলা দাবায় খেলবেন।

দুই বছর বিরতি দিয়ে অলিম্পিয়াড হয়ে থাকে। আজ সংবাদ সম্মেলনে অলিম্পিয়াড নিয়ে পরিকল্পনার কথা শুনিয়েছেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, ‘ফিদের একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা কাজাখস্তানের একজন গ্র্যান্ডমাস্টারকে পাবো। যিনি এক মাস ঢাকায় এসে নারী-পুরুষ উভয় দলকে অনুশীলন করাবেন। গ্র্যান্ডমাস্টারের যাতায়াত ও সম্মানী কাজাখস্তান ফেডারেশন বহন করবে। আমরা শুধু আবাসন ব্যয় দেবো।’

ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, কার্যনির্বাহী সদস্য আঞ্জুমান আরা আকসির ও মাহমুদা হক চৌধুরী মলি।