Bangladesh MP goes missing: কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ, খোঁজ চলছে, বার্তা মন্ত্রীর

ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত চারদিন ধরে তাঁর কোনও খোঁজ মিলছে না। তাঁর পরিবার গোয়েন্দা বিভাগে বিষয়টি জানিয়েছেন। নিখোঁজ সাংসদের খোঁজ শুরু করেছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে তারা। 

জানা গিয়েছে, বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম গত চারদিন ধরে নিখোঁজ। তাঁর কন্যা মমতারিন ফেরদৌস আজ রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দফতরে যান। সেখানে অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন–অর–রশীদের সঙ্গে দেখা করেন। 

পরে সাংবাদিকদের মুমতারিন বলেন, ‘ভারতে চিকিৎসা করাতে গিয়ে তাঁর বাবার কোনও খোঁজ মিলছে না। বৃহস্পতিবার থেকে বহু চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ’

আরও পড়ুন। অনুশীলনের সময় আচমকা মাঠের মধ্যেই অসুস্থ, অসমে হার্ট অ্যাটাকে মৃত তরুণ ফুটবলার

সাংসদের ব্যক্তিগত সহকারী আবদুর রউফ জানিয়েছেন, ১২ মে দর্শনা সীমান্ত পেরিয়ে ভারতে যান সাংসদ। ১৪ মে পর্যন্ত পরিবারের সঙ্গে আনোয়ারুল আজিমের যোগাযোগ ছিল। এরপর গত ১৬ মে সাংসদের মোবাইল থেকে তাঁর কাছে একটি ফোন আসে। কিন্তু তিনি ফোনটি ধরতে পারেনি। পরে তিনি নিজে যখন ফোন করেন তখন তাঁর মোবাইলটি বন্ধ পাওয়া যায়।  তার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগযোগা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মেয়ে বারবার ফোন করেও যোগাযোগ করতে পারেননি। 

আরও পড়ুন। পদ্মাপারের আম এবার আসছে ভারতে, রফতানি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিম কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সাল থেকে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সাংসদ চিকিৎসার জন্য কলকাতা গিয়েছেন। তিনি শীঘ্রই এসে পড়বেন। সাংবাদিকদের  বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। ভারতের পুলিশকে জানানো হয়েছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি পুরনো মানুষ, একজন সংসদ সদস্য, বুঝে শুনেই তো চলেন। পাশের দেশ ভারতে গেছেন। এমন তো না মিয়ানমার গেছেন, যে মারামারি লেগেছে। আমার মনে হয় তিনি এসে পড়বেন।’

আরও পড়ুন। মধ্যপ্রদেশে দলিত দম্পতিকে খুঁটিতে বেঁধে বেধড়ক মার, পরানো হল জুতোর মালা