Cancer Detection: নখ দেখেই বোঝা যেতে পারে ক্যানসারের ভয় আছে কি না! নতুন তথ্য দিলেন বিজ্ঞানীরা

বেশিরভাগ রোগ অতর্কিতে আমাদের শরীরে হানা দেয়। কোনও কিছু বুঝে ওঠার আগেই আমাদের শরীরে বাসা বেঁধে জায়গা করে নেয় এই রোগ গুলি। লক্ষণ ছাড়া যে রোগ গুলি মানুষের শরীরে ঘাপটি মেরে বসে থাকে, তার মধ্যে সবথেকে ভয়ানক হল কর্কট রোগ অথবা ক্যানসার।

কর্কট রোগের উপসর্গগুলি যখন প্রকট হয়ে ওঠে তখন অনেকটাই দেরি হয়ে যায়। কিন্তু প্রথম থেকে এই উপসর্গগুলি বোঝা যায় না। আসলে শরীরের কোথাও আঁচিল বা ক্ষত থেকে যে এত বড় রোগ হতে পারে, সে ধারণাই করতে পারে না মানুষ। শরীরের অন্যান্য অংশের মতোই আপনার নখ কিন্তু জানান দেয় আপনার শরীরে ক্যানসার বাসা বেধেছে কিনা।

(আরো পড়ুন:কান ফেস্টিভালে ঊর্বশীর লুক দেখে হতভম্ব সকলে, ট্রোল পিছু ছাড়লো না এখানেও)

মূলত যে সমস্ত উপসর্গ গুলির দিকে মানুষের বেশি নজর যায়, তার মধ্যে কোথাও থাকে না নখের উপস্থিতি। কিন্তু কিছু সময় নখের কিছু পরিবর্তন কিন্তু আপনার জন্য বয়ে নিয়ে আসতে পারে মারন অসুখ। তাই শরীরের আর পাঁচটা অঙ্গের মতোই নখের দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে সব সময়।

সাধারণত নখের রঙ যদি কখনও বর্ণহীন হয়ে যায় তাহলে বুঝতে হবে কোনও সমস্যা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে লিভার, ফুসফুস বা হার্টের সমস্যা হলেও এই পরিবর্তন দেখা দিতে পারে। তাই নখের বর্ণের পরিবর্তন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তবে নখের যে পরিবর্তন দেখলে আপনাকে তখনই সতর্ক হতে হবে সেটি হলো নখের উপর থাকা একটি কালো দাগ।

আমেরিকা অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের মতে, যদি আপনার হাত বা পায়ের নখে কোনও কালো গাঢ় দাগ লক্ষ্য করেন তাহলে সেটা ক্যান্সারের কারণ হতে পারে। শরীরে ক্যানসার বাসা বাঁধলে হাতে অথবা পায়ের নখে একটি কালো সরলরেখা তৈরি হয়, যাকে বলা হয় মেলানোমা। চিকিৎসার ভাষায় যাকে বলা হয় অ্যাক্রাল লেন্টিজিনাস মেলানোমা।

(আরো পড়ুন: ট্রেনের অপরিচ্ছন্ন টয়লেট নিয়ে চিন্তা? এই নম্বরে ফোন করুন)

নখে কালো দাগ ছাড়াও যদি নখের সামনের  অংশ হঠাৎ করে ওপরের দিকে উঠতে থাকে বা সামনের অংশ সাদা হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার নখে বাসা বেধেছে কোনও সংক্রমণ। চিকিৎসার ভাষায় একে বলা হয় প্যারোনিচিয়া। চিকিৎসকের পরামর্শ মত অ্যান্টিবায়োটিক খেলেই সুস্থ হয়ে যাবেন আপনি। তবে ফেলে রাখলে সমস্যা গুরুতর হতে পারে।

তবে শুধু ক্যানসার নয়, থাইরয়েড, মানসিক সমস্যা, বিষন্নতা, বাত, ফুসফুসের রোগ হলেও নখে দেখা দিতে পারে একাধিক সমস্যা। এক্ষেত্রে নখের মধ্যে বিন্দু তৈরি হওয়া, নখ হলুদ হয়ে যাওয়া, নখের মধ্যে ফাঁক তৈরি হওয়া অথবা শুষ্ক নখের মত লক্ষণ দেখা দিতে পারে।