IPL 2024 Points Table KKR ended being table toppers SRH RR and RCB follow in run of play off

কলকাতা: চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়েছে আইপিএল (IPL 2024)। পয়েন্ট টেবিলে (IPL Points Table) চলছিল সাপ লুডোর খেলা। রবিবার গ্রুপ পর্বের খেলা শেষ হতেই পরিষ্কার হয়ে গেল প্লে অফের ছবি।

সবার আগে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করল শাহরুখ খান-জুহি চাওলার দল। কোয়ালিফায়ার ওয়ানে খেলবেন নাইটরা। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট হয়েছে নাইটদের। এবারের আইপিএলে নাইটদের মোট দুটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। দুটি ম্যাচ থেকেই এক পয়েন্ট করে পেয়েছে কেকেআর। ঠিক যেমন রবিবার রাজস্থান রয়্যালসের সঙ্গে নাইটদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। ইডেন গার্ডেন্সে জস বাটলারের দুরন্ত সেঞ্চুরির সুবাদে কেকেআরকে হারিয়েছিল রাজস্থান। ম্লান হয়ে গিয়েছিল সুনীল নারাইনের দুরন্ত সেঞ্চুরি। রবিবার রাজস্থানের ডেরায় প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল কেকেআরের সামনে। কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় সেই সুযোগই পেলেন না শ্রেয়স আইয়াররা।

আইপিএলের ইতিহাসে এর আগে দুবারই মাত্র পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ের মধ্যে থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল কেকেআর। ঘটনাচক্রে, সেই দুবারই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। ২০১২ ও ২০১৪ সালে। এবারও কি সেই দিকেই যাচ্ছে? কেকেআরের ফর্ম অন্তত সেরকম পূর্বাভাসই দিচ্ছে। 

১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে তারা। দলের ব্যাটাররা ভয়ঙ্কর ফর্মে। ট্র্যাভিস হেড থেকে শুরু করে অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, প্রত্যেকে ব্যাট হাতে বিধ্বংসী ছন্দে। মঙ্গলবার কোয়ালিফায়ার ওয়ানে কেকেআরের সঙ্গে খেলবে হায়দরাবাদ।

১৪ ম্যাচে ১৭ পয়েন্ট পেলেও রান রেটে সামান্য পিছিয়ে থাকায় তিনে শেষ করেছে রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে শেষ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোর। বুধবার এলিমিনেটরে খেলবে দুই দল।

১৪ ম্যাচে ১৪ করে পয়েন্ট পেয়েছে আরও তিন দল – চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। তবে রান রেটের হেরফেরে পাঁচ, ছয় ও সাতে রয়েছে তারা। ১৪ ম্যআচে ১২ পয়েন্ট নিয়ে গুজরাত টাইটান্স শেষ করেছে আটে। ১০ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস ৯ নম্বরে ও ৮ পয়েন্ট পেয়ে মুম্বই ইন্ডিয়ান্স সকলের শেষে ১০ নম্বরে শেষ করেছে।

আরও দেখুন