IPL 2024 SRH vs PBKS Live Score Sunrisers Hyderabad against Punjab Kings live commentary stats records Rajib Gandhi International Stadium

হায়দরাবাদ: একদল আগেই প্লে অফের (IPL 2024) দৌড় থেকে ছিটকে গিয়েছে। আর এক দল প্লে অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে। রবিবার হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি সেই সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস (SRH vs PBKS)। প্লে অফ নিশ্চিত হয়ে গেলেও প্যাট কামিন্সদের সামনে এখনও কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুযোগ আছে। আর তা করতে হলে রবিবার পাঞ্জাবকে হারাতেই হবে। সেক্ষেত্রে ১৭ পয়েন্টে গ্রুপ পর্ব শেষ করবেন কামিন্সরা। তবে সেক্ষেত্রে শর্ত একটাই। রবিবার রাতের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারতে হবে কলকাতা নাইট রাইডার্সের কাছে।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক জিতেশ শর্মা। যিনি এই ম্যাচে পাঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন। টস জিতে জিতেশ বলেন, ‘আমরা ব্যাট করব কারণ উইকেট দেখে ভাল মনে হচ্ছে। আমরা বড় রান স্কোরবোর্ডে তুলতে চাই এবং হায়দরাবাদকে চাপে ফেলতে চাই।’ যোগ করেন, ‘দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। আমাদের সব বিদেশি ক্রিকেটার চলে গিয়েছে তাই হাতে বিকল্প কম। একমাত্র রিলি রুসৌ খেলবে। তবে অনেক প্রতিভা অপেক্ষা করে রয়েছে প্রমাণ করার জন্য। আজ তারা নিজেদের সেরাটা দেবে। আমাদের কিছু হারানোর নেই। ভাল ক্রিকেট খেলতে চাই।’

কামিন্স বলেন, ‘আমাদের সমর্থকেরাইউ আমাদের শক্তি। ব্যাটিং-বোলিং দুইয়েই ভারসাম্য রয়েছে। দারুণ পিচ। আমাদের দলে রাহুল ত্রিপাঠি খেলছে আজ।’

দুই দলের একাদশ

সানরাইজার্স হায়দরাবাদ
অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি, রাহুল ত্রিপাঠি, হেনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আমেদ, সনবীর সিংহ, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত বিশাখনাথ, টি নটরাজন

পাঞ্জাব কিংস
প্রভশিমরন সিংহ, অথর্ব তাইডে, রিলি রুসৌ, শশাঙ্ক সিংহ, জিতেশ শর্মা, আশুতোষ শর্মা, শিবম সিংহ, হরপ্রীত ব্রার, হৃষি ধবন, হর্ষল পটেল, রাহুল চাহার