Andre Russell reveals how to stop SRH as KKR face them in IPL 2024 Qualifier 1

আমদাবাদ: চলতি আইপিএল মরশুমে (IPL 2024) নিজেদের বিধ্বংসী ব্যাটিংয়ে সকলকে মুগ্ধ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। দুই দুইবার ভেঙেছে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। এই সানরাইজার্সের বিরুদ্ধেই আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামছে কেকেআর। কোন উপায়ে বিগ হিটিং সানরাইজার্সকে আটকানো যাবে?

আন্দ্রে রাসেল (Andre Russell) জানাচ্ছেন বাড়তি কিছু নয়, সঠিক লাইন লেংথে বল করাটাই তাঁদের লক্ষ্য। তারকা নাইট অলরাউন্ডার ম্যাচের আগে বলেন, ‘আমরা এই ম্যাচের আগে নিজেদের হোমওয়ার্ক করেছি। বাড়তি কিছু নয়, আমাদের যতটা সম্ভব জিনিসপত্র সহজ সরল রাখা প্রয়োজন। বোলিং গ্রুপের ওপর চাপ পড়লে প্রতিপক্ষরা চাইবে আমরা যেন ভিন্ন কিছু করার চেষ্টা করি। সানরাইজার্সের মতো বড় শট হাঁকাতে পটু দলগুলির লক্ষ্যই থাকে এটা। তবে আমরা যদি নিজেদের লাইন লেংথ ধরে রাখতে পারি, তাহলে এই বড় মাঠটা যতটা সম্ভব কাজে লাগিয়ে কিন্তু ওদের রুখে দিতে পারি।’

তালিকায় শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করে কলকাতা নাইট রাইডার্স। তবে প্লে-অফের আগে নাইটদের পরপর দুই ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। ১১ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষবার মাঠে নেমেছিল কেকেআর। তারপর ১০ দিন কোনরকম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি নাইট শিবির। এই লম্বা সময় ম্যাচ না খেলাটা কী কেকেআরের জন্য চিন্তার বিষয়? এই বিষয় নিয়ে খুব একটা চিন্তিত নয় রাসেল। তিনি জানান, ‘আমরা নিজেদের খেলার ওপর ফোকাস রাখছি। আবহাওয়ার ওপর তো আর আমাদের কোনরকম নিয়ন্ত্রণ নেই। আমরা তো ম্যাচ খেলার জন্য পুরোদমে প্রস্তুতই ছিলাম। ওয়ার্ম আপও করেছিলাম। তবে আজকের রাতটায় আবহাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। মনে হচ্ছে রাতটা ভালই কাটবে। ভাল ক্রিকেট খেলতে আমরা তৈরি।’

নিজের ফর্ম নিয়েও কিন্তু বেশ আত্মবিশ্বাসী রাসেল, ‘আমি ভাল ফর্মে রয়েছি। ব্যাটে বলে ভাল সংযোগ হচ্ছে। কয়েকটা ইনিংসে বড় রান করার সুযোগ থাকলেও, সেই সুযোগ হাতছাড়া করেছি। তবে এই দলে ভারসাম্য রয়েছে, যার ফলে আমি নির্ভীকভাবে খেলতে পারি। আমার পরে রিঙ্কু, রামনদীপ ব্যাটে নামে। ওরাও ছক্কা হাঁকাতে পটু। এটা আমায় স্বাধীনতা দেয়। বলটাও ঠিকঠাক করছি। অধিনায়ক চাইলে আমি কিন্তু বল করতে তৈরি।’ জানান তিনি। রাসেল এবং কেকেআর সানরাইজার্সকে এ মরশুমে দ্বিতীয়বার হারাতে পারে কি না, এখন সেটাই দেখার।

কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের সমস্ত লাইভ আপডেটস দেখতে ক্লিক করুন…

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ‘আমি ভেবেছিলাম আমরা শীর্ষে রয়েছি’, তাঁর উপস্থিতির জেরেই KKR ফেয়ার প্লে-তে পিছিয়ে, দাবি গম্ভীরের

আরও দেখুন