London-Singapore flight in Turbulence:আকাশপথে ভয়াবহ ঝঞ্ঝায় দুর্ঘটনার কবলে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী বিমান, মৃত ১,আহত বহু

ভয়াবহ দুর্ঘটনার কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান। ২১১ জন যাত্রী নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান যাচ্ছিল লন্ডন থেকে সিঙ্গাপুরে। লন্ডন থেকে রওনা হওয়া এই বিমান মাঝ আকাশে ভয়াবহ ঝঞ্ঝার কবলে পড়ে। সেই ঝঞ্ঝার জেরেই বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। প্রাথমিক খবরে জানা গিয়েছে ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বহু। এই তথ্য তুলে ধরেছে থাইল্যান্ডের মিডিয়া।

মাঝ আকাশে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, ওই বিমানকে তড়িঘড়ি জরুরি ভিত্তিতে ব্যাঙ্কককের সুবর্ণাভূমি বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে। আপাতত গোটা পরিস্থিতি ঘিরে উদ্বেগের পাহাড় জমছে! জানা গিয়েছে, ব্যাঙ্ককের স্থানীয় সময় ৩.৪৫ মিনিট নাগাদ ওই বিমানবন্দরে বিমানটি অবতরণ করে আপৎকালীন ভিত্তিতে। 

( ১.৩ হাজারের বেশি পাক-শরণার্থীর ,CAA-র জন্য আবেদন সীমান্তের এই রাজ্যে! নথি সংক্রান্ত সাহায্যে চলছে বহু ক্যাম্প)

( India Bangladesh Maitri Setu:শীঘ্রই চালু হচ্ছে ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু, আগরতলা-আখুরা রেল যোগাযোগ, বার্তা ত্রিপুরার CMর)

 সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে এক বিবৃতিতে এই ঘটনা সম্পর্কে বলা হয়েছে,’ বোয়েইং 777-300ER বিমানে একজনের মৃত্যু ও বহুজনের আহত হওয়ার খবর নিশ্চিত করা হচ্ছে। মোট ২১১ জন যাত্রী ছিলেন বিমানে। সঙ্গে ১৮ জন ত্রিউ সদস্য ছিলেন।’ বিমান পরিষেবা সংস্থার তরফে জানানো হয়েছে, ‘আমাদের অগ্রাধিকার হল বিমানে থাকা সকল যাত্রী এবং ক্রুদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা। আমরা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছি এবং যেকোন অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য ব্যাংককে একটি দল পাঠাচ্ছি।’

( Sambit Patra Comment Row: ‘জগন্নাথদেবও মোদীর ভক্ত’, সম্বিতের ‘স্লিপ অফ টাং’-এর পর ৩ দিনের উপবাসে প্রায়শ্চিত্তের উদ্যোগ) 

( Insurgent cadre: ভারত থেকে বুলেট, ওয়াকিটকি পৌঁছে দেওয়া ছিল কাজ! মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ক্যাডার গ্রেফতার মিজোরামে)

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ব্যাঙ্কক বিমানবন্দরে আপৎকালীন ভিত্তিতে অবতরণের পরই আহতদের চিকিৎসার দন্য সমীতিভেজ শ্রীনাকরিন হাসপাতাল থেকে মেডিক্যাল টিম ছুটে আসেন। চিকিৎসার জন্য আহতদের পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা এপির খবর অনুযায়ী, সুবর্ণাভূমি বিমানবন্দরের সামনে লাইন দিয়ে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগ ও তার দ্বারা বিপর্যয়ের মুখে পড়া বিমান সম্পর্কে সেভাবে কিছু স্পষ্ট জানা যায়নি। মাঝ আকাশে কী ঘটেছিল, তা নিয়ে এখনও বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে।