Mallikarjun-Adhir: ‘ও একজন লড়াকু সৈনিক’- ধমকের পরেই সুর নরম করে অধীরের প্রশংসা খাড়গের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস হাই কংগ্রেস হাই কমান্ডের ক্ষোভের মুখে পড়েছিলেন দলের প্রার্থী অধীর চৌধুরী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন অধীরকে। তার কয়েকদিন পরেই অধীরের পরই সুর নরম করলেন খাড়গে। শুধু সুর নরমই নয়, অধীরের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হলেন কংগ্রেস সভাপতি। অধীর চৌধুরীকে দলের ‘লড়াকু সৈনিক’ বলে প্রশংসা করলেন খাড়গে। 

আরও পড়ুন: খাড়গের ‘হুঁশিয়ারির’ পর অধীরকে এবার ‘রামের বাড়িতে’ আসার আহ্বান সুকান্তর

প্রসঙ্গত, বিতর্কের সূত্রপাত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেছিলেন, ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করবেন। তারপরেই অধীর চৌধুরী মমতার সমালোচনা করে বলেছিলেন, ‘উনি জোট থেকে পালিয়ে গিয়েছেন। ওঁর কথায় আমি বিশ্বাস করি না। এখন দেখছেন হাওয়া বদল হচ্ছে। তাই এ দিকে আসতে চাইছেন। বিজেপির দিকে পাল্লা ভারী দেখলে সেই দিকেই যাবেন।’

অধীরের এই বক্তব্য সামনে আসতেই কড়া মনোভাব দেখিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছিলেন, ‘অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আছি, হাইকমান্ড আছে, কংগ্রেস দল আছে। যারা রাজি নয়, তারা বেরিয়ে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জোটের সঙ্গে আছেন। তিনি ইন্ডিয়াকে সমর্থন করেছেন।’ 

কংগ্রেস সভাপতির এই মন্তব্যের পরে অধীর চৌধুরী বলেছিলেন, ‘আমি এমন কারও পক্ষে কথা বলতে পারি না যে বাংলাকে, আমাদের দলকে রাজনৈতিকভাবে শেষ করে দিতে চাই। এটি প্রতিটি কংগ্রেস কর্মীর জন্য লড়াই, আমি তাদের পক্ষ থেকে কথা বলেছি। আমি চাই রাজ্য কংগ্রেসকে মমতার ব্যক্তিগত এজেন্ডার জন্য ব্যবহার না করা হোক।’ অন্যদিকে খাড়গের মন্তব্যের পরেই কলকাতায় দলের রাজ্য সদর দফতরের সামনে কংগ্রেস সভাপতির বেশ কয়েকটি পোস্টার ও ছবিতে কালি দেওয়া হয়। তাতে ক্ষোভ প্রকাশ করেছিলেন অধীর চৌধুরী।

তবে তারপরেই সুর নরম করেন খাড়গে। তিনি নাম না করে অধীরকে লড়াকু সৈনিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি কোনও ব্যক্তির সম্পর্কে বলতে চাই না। তিনি কংগ্রেস দলের একজন লড়াকু সৈনিক এবং পশ্চিমবঙ্গের আমাদের নেতা। কিছু তৃণমূল নেতা এখন বামেদের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে মন্তব্য করছে। কিন্তু, কংগ্রেস শক্তিশালী দল এবং একে অপরকে বোঝে। পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের জোটের সিদ্ধান্ত হাই কমান্ডের।’