কে এই ভারতীয় বংশোদ্ভূত CEO, যিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনের মালিক

সারা বিশ্বে ভারত এখন তার ছাপ রেখে আসছে। সব বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভারতীয় প্রতিভারা অবদান রাখছেন। বিশ্বের অনেক বড় কোম্পানির সিইওরাও হলেন ভারতীয়। এবার এই একই খাতে নতুন রেকর্ড গড়লেন নিকেশ অরোরা। তিনি পালো অল্টো নেটওয়ার্কের সিইও। ভারতীয় বংশোদ্ভূত অরোরা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী সিইও। ওয়াল স্ট্রিট জার্নালের সর্বোচ্চ বেতনভোগী সিইওদের তালিকায় অরোরার নাম উঠে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে। অরোরা মোট ১৫১.৪৩ মিলিয়ন ডলার অর্থাৎ ১২৬১.২০ কোটি টাকা পারিশ্রমিক পান অরোরা।

  • কে এই নিকেশ অরোরা

নিকেশ অরোরা দিল্লির এয়ার ফোর্স পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেছেন। গুগল এর চিফ বিজনেস অফিসার হিসেবে তার মেয়াদকালে তিনি খ্যাতি অর্জন করেছেন। তিনি ২০১৪ সালে গুগলের চাকরি যদিও ছেড়ে দিয়েছিলেন এবং একটি বড় প্যাকেজে জাপানে সফটব্যাঙ্কের লিডারের কাজ শুরু করেছিলেন। এরপর ২০১৮ সাল থেকে, তিনি সাইবার নিরাপত্তা সংস্থা পালো অল্টো নেটওয়ার্কের নেতৃত্ব দিচ্ছেন।

  • তালিকায় অন্যান্য ভারতীয় বংশোদ্ভূত বসদের হাইলাইট করা হয়েছে

সারা বিশ্বজুড়ে সর্বোচ্চ বেতনভোগী বব্যক্তিদের এই সাম্প্রতিক তালিকাটি দেখায় যে যাঁরা উচ্চ বেতন পান তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তারা রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ ৫০০ সর্বোচ্চ বেতনভোগী নির্বাহীদের মধ্যে ১৭ জনই ভারতীয় বংশোদ্ভূত। এর মধ্যে অ্যাডোবের শান্তনু নারায়ণ রয়েছেন ১১তম স্থানে। নারায়ণের জন্ম এবং বেড়ে ওঠা ভারতেই। তাঁর বেতন প্যাকেজের মূল্য ৪৪.৯৩ মিলিয়ন ডলার অর্থাৎ ৩৭৪.২০ কোটি টাকা। সঞ্জয় মালহোত্রা (মাইক্রোন টেকনোলজি), অজেই গোপাল (অ্যানসিস), এবং রেশমা কেওয়ালরামানি (ভারটেক্স ফার্মাসিউটিক্যালস), তালিকা অনুসারে শীর্ষ ১২০-এর মধ্যে স্থান পেয়েছেন৷ তাঁদের পাশাপাশি ওই তালিকায় অরবিন্দ কৃষ্ণ (আইবিএম), বদ্রিনারায়ণ কোথান্দারমন (এনফেস এনার্জি), সঞ্জীব লাম্বার (লিন্ডে) মতো ভারতীয় বংশোদ্ভূত নেতাদেরও অর্জন তুলে ধরা হয়েছে।

  • ইলন মাস্ক বেতন নেন না

মজার ব্যাপার হল, বিশ্বের সবচেয়ে বড় দু’টি কোম্পানির সিইওদের বেতনের ব্যাপারে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। টেসলা, স্পেসএক্স এবং এক্স-এর মালিক ইলন মাস্ক ২০২৩ সালে কোনও বেতন নেননি। যেখানে অ্যালফাবেটের সুন্দর পিচাই, যিনি ভারতীয় বংশোদ্ভূত, খুব নামমাত্র বেতন নিয়েছিলেন, ৮.৮০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৭৩.২০ কোটি টাকা)৷ একই সময়ে, মেটার মার্ক জুকারবার্গ ৩৪.৪০ মিলিয়ন ডলার অর্থাৎ ২০২৩ সালে ২০৩ কোটি টাকা বেতন নিয়েছিলেন।