BJP Advertisement ban: বিজ্ঞাপনে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল বিজেপি

তৃণমূলের বিরুদ্ধে বিজ্ঞাপনে বিজেপিকে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। আজ মঙ্গলবার জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বিজেপি। তবে জানা যাচ্ছে, আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ‘BJP নেতার থেকে ৩৫ লাখ টাকা উদ্ধার, পরদিন পুলিশ সুপারকে সরাল কমিশন’,তোপ অভিষেকের

এর আগের দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ স্পষ্ট জানিয়েছিল, আপাতত এই ধরনের বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না বিজেপি। সেইসঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ না করায় নির্বাচন কমিশনকেও ভর্ৎসনা করেছিল হাইকোর্ট। এই ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে অভিযোগের পরেও নির্বাচন কমিশন সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছিলেন বিচারপতি ভট্টাচার্য। 

আদালত উল্লেখ করে যে এরকম বিজ্ঞাপন প্রকাশ করে আদর্শ আচরণ বিধিভঙ্গ করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি যে বিজ্ঞাপন প্রকাশ করেছিল, তা চূড়ান্ত অবমাননাকর। তারপরেই সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ধরনের বিজ্ঞাপন প্রকাশে বিজেপিকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে দুটি বিজ্ঞাপন প্রকাশ করে বিজেপি। তাতে আপত্তি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। যদিও তার আগে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। তবে নির্বাচন কমিশনের তরফে ব্যবস্থা না নেওয়ায় অভিযোগ তুলে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। সেই মামলায়  নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করার পাশাপাশি বিচারপতি মন্তব্য করেছিলেন, এই বিজ্ঞাপনের ফলে মামলকারীর সংবিধানের ১৯ এবং ২১ ধারায় প্রাপ্ত অধিকার হরণ করা হয়েছে। পরে বিজ্ঞাপন ছাপার বিষয়েও সংবাদমাধ্যমগুলিকে বিশেষ নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। সেক্ষেত্রে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার ১৯৯৬ সালের গাইডলাইন মেনে চলার জন্য সংবাদপত্রগুলিকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ভট্টাচার্য।