England captain Jos Buttler believes IPL and International Cricket should not clash with each other

লিডস: একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আইপিএলের (IPL 2024) লড়াই। চলছে প্লে-অফ পর্ব। তবে আইপিএলের প্লে-অফে ইংল্যান্ড তারকারা নেই। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে তাঁদের দেশে ফিরে যেতে হয়েছে। এই মাঝপথে ইংল্যান্ড তারকাদের ফিরে যাওয়া নিয়ে ইরফান পাঠানের মতো প্রাক্তনীরা মুখ খুলেছেন। এবার সেই নিয়ে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও (Jos Buttler)। স্পষ্ট জানিয়ে দিলেন আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সংঘর্ষ হওয়া উচিত নয়।

আজ আইপিএলের এলিমিনেটরে বাটলারের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে। তবে বাটলার সেই ম্য়াচে খেলতে পারবেন না। কারণ আজ থেকেই আবার ইংল্যান্ড বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ় (ENG vs PAK) শুরু হচ্ছে। বিশ্বকাপ এবং এই টি-টোয়েন্টি সিরিজ়ের দল ঘোষণা করেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয় যে দলের সকল ক্রিকেটারকেই এই সিরিজ় খেলার জন্য দেশে ফিরে আসতে হবে। অগত্যা দেশে ফিরেছেন বাটলার, ফিল সল্ট, স্যাম কারান, মঈন আলিরা। ইংল্যান্ডের ক্রিকেটারদের এই সিরিজ়ের জন্য ইসিবির ডেকে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানালেও, বাটলারের মত আইপিএল চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট খেলার মানে হয় না।

ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি যে ইংল্যান্ড অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের হয়ে খেলাটাকে বরাবরই আমি প্রাধান্য দেব। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সংঘর্ষ হওয়া উচিত নয়। এই ম্যাচগুলি তো অনেকদিন ধরেই সূচিতে রয়েছে। হ্যাঁ, বিশ্বকাপের আগে ইংল্যান্ডের হয়ে খেলা, ইংল্যান্ডের হয়ে পারফর্ম করাটা সবসময়ই প্রাধান্য পাবে। এভাবেই আমরা নিজেদের সবথেকে ভালভাবে প্রস্তুত করতে পারব বলে আমার মনে হয়।’

শুধু ইংল্যান্ড নয়, বিশ্বকাপের আগে আইপিএল চলাকালীন দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়, আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মতো দেশগুলিও আন্তর্জাতিক ম্যাচ খেলছে। এর জেরে বাংলাদেশ তারকা মুস্তাফিজুর রহমানকেও আইপিএলের মাঝপথে দেশে ফিরে যেতে হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ় কিন্তু নিজেদের ক্রিকেটারদের আইপিএলে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে ইংল্যান্ড সেই পথে হাঁটেনি। আজ থেকেই তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ় খেলে বিশ্বকাপে নামবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: সানইরাইজার্সকে উড়িয়ে আইপিএল ফাইনালে কেকেআর, ম্যাচ জিতে কী বললেন নাইট অধিনায়ক শ্রেয়স? 

আরও দেখুন