IPL 2024 KKR’s Sunil Narine overtakes R Ashwin to become fifth highest wicket-taker tournament history

আমদাবাদ: আইপিএলে (IPL 2024) প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে কেকেআর। বল হাতে মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন তো ব্যাট হাতে দলকে ভরসা জুগিয়েছেন বেঙ্কটেশ আইয়ার ও অধিনায়ক শ্রেয়স আইয়ার। গতকাল প্রথমে ব্যাট করতে নেমেছিল সানরাইজার্স। বল হাতে শুরুর দিকে নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না নারাই। প্রথম তিন ওভারে অনেকটা রান খরচ করে ফেলেছিলেন তিনি। কিন্তু এরপরই নিজের শেষ ওভারে ১ সানরাইজার্স ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। 

গতকাল নিজের ৪ ওভারের স্পেলে ৪০ রান খরচ করে ১ উইকেট নেন নারাইন। খাতা খেলাার আগেই শানভির সিংহ নারাইনের বলে বোল্ড হয়ে ফিরে যান। আর এটিই ছিল আইপিএলের ইতিহাসে নারাইনের ১৭৯ তম উইকেট। এই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনকে টেক্কা দিয়ে সর্বাধিক উইকেট নেওয়ার নিরিখে পঞ্চম স্থানে উঠে এলেন তিনি। 

উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে ১৫৮ ম্য়াচে ২০৪ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় শীর্ষে রয়েছে যুজবেন্দ্র চাহাল। নারাইন ১৭৪ ম্য়াচে মোট ১৭৯ উইকেট ঝুলিতে পুরেছেন এখনও পর্যন্ত। অশ্বিনের ঝুলিতে রয়েছে ১৭৮ উইকেট। যদিও আজ রাজস্থান রয়্যালসের ম্য়াচ রয়েছে আরসিবির বিরুদ্ধে। সেই ম্য়াচেই সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে পারবেন চাহাল ও অশ্বিন। সেক্ষেত্রে অশ্বিনের সামনে সুযোগ রয়েছে ফের একবার নারাইনকে টেক্কা দেওয়ার। 

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৫৯ রানে অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। লিগ পর্যায়ে নিজের ছায়া হয়ে ছিলেন। কিন্তু প্লে অফ শুরু হতেই জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। নিজের প্রথম স্পেলেই তিন উইকেট নিয়ে হায়দরাবাদের ব্যাটিং মেরুদণ্ড নড়বড়ে করে দেন বিশ্বজয়ী অজি পেসার। এমনকী ম্য়াচের তৃতীয় বলেই যে দুরন্ত ইয়র্কারে বোল্ড করলেন ট্রাভিস হেডকে, তা টুর্নামেন্টের অন্যতম সেরা বল বলাই যায়। এছাড়াও ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন হর্ষিত রানা, নারাইন, রাসেল। 

রান তাড়া করতে ওপেনে নেমেছিলেন নারাইন ও গুরবাজ। সল্টের না থাকায় আফগান উইকেট কিপার ব্যাটার চলতি মরশুমে প্রথমবার সুযোগ পেলেন। ১৪ বলে ২৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। নারাইন এদিন ১৬ বলে ২১ রান করে আউট হন। তবে এরপর বাকি কাজটা সুন্দরভাবে সেরে আসেন বেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ার। বেঙ্কটেশ ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন। ২৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। মাত্র ১৩.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নাইট রাইডার্স।

আরও দেখুন