Post-poll violence: ভোট পরবর্তী হিংসার আশঙ্কা গোয়েন্দা রিপোর্টে, রাজ্যে নির্বাচন মিটলেও থাকবে বাহিনী

২০২১-এর বিধান সভা ভোট মেটার পরপরই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা হয়। সেই হিংসায় আক্রান্ত হন বিরোধীরা। বিরোধী দলের দশ জনেরও বেশি কর্মী সমর্থকের মৃত্যু হয়। অনেকে আহত হন। শাসকদলের অভিযোগের আঙুল ওঠে। এবার লোকসভা ভোট মিটলে তেমনই হিংসার আশঙ্কা করছেন গোন্দেয়রা। তাই ভোট পরও বেশ কিছু দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

কেন্দ্রের গোয়েন্দা সংস্থার রিপোর্টে জানানো হয়েছে, ভোট মিটলেই যদি কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হয় তবে তা রাজ্যে সন্ত্রাস ফিরে আসতে পারে। আক্রান্ত হবে পারে বিরোধীরা। গত বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা সে রকমই ইঙ্গিত দিচ্ছে। তাই কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেওয়া রাজ্য পক্ষে বিপজ্জনক হতে পারে।

আরও  পড়ুন। ‘আসন সংখ্যা নেমে…’, রামকৃষ্ণ মিশন ইস্যুতে মমতার ‘পতন’ দেখছেন দিলীপ

গোয়েন্দা রিপোর্টে শঙ্কা

এই গোয়েন্দা রিপোর্ট হাতে পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরও কিছু দিন কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে রেখে দেওয়া হবে।

আগামী ৪ জুন রাজ্যে ভোটের ফল ঘোষণা হবে। তার পর আরও ১৫ দিন কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ এবং এসএসবি মিলিয়ে ৩২০ কোম্পানি রাজ্যের কিছু বাছাই করা এলাকায় মোতায়েন করা হবে। এক সিআইএসএফ কর্তা আনন্দবাজারকে জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী পনের দিনের বেশিও কেন্দ্রীয় বাহিনী রাখা হতে পারে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকে তা জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন। জোর করে ভেড়ি দখল রুখতে ‘পলিসি’ আনবে রাজ্য সরকার, বসিরহাটের সভায় জানালেন মমতা

আরও পড়ুন। জোর করে ভেড়ি দখল রুখতে ‘পলিসি’ আনবে রাজ্য সরকার, বসিরহাটের সভায় জানালেন মমতা

শুধু ভোট পরবর্তী হিংসা কারণ নয়

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকও জানিয়েছেন, পশ্চিমবঙ্গে শুধু ভোটের পর হিংসার ঘটনা নয় গত বছর নানা ধরের নানা ধরনের হিংসার ঘটনা ঘটে চলেছে। একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আক্রান্ত হয়েছেন।

তাছাড়া বিধানসভা ভোট পরবর্তী হিংসা নিয়ে একের পর এর মামলাও দায়ের হয়েছে সুপ্রিম এবং হাইকোর্টে। শাসকদলের একাধিক কর্মী সমর্থক জেলে রয়েছেন।

এই পরিস্থিতিতে ভোটে মিটে যাওয়ার পর আপাতত কিছু দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রাখতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক।

আরও পড়ুন। বিজ্ঞাপনে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল বিজেপি