Shah Rukh Khan Hospitalized:

আমদাবাদ: হাসপাতালে ভর্তি বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan Hospitalized)। অসুস্থ আইপিএল মালিক। ভর্তি করা হয়েছে আমদাবাদের কেডি হাসপাতালে। হিটস্ট্রোকে (Heat Stroke) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন বলিউডের বাদশাহ।

প্রবল গরমে অসুস্থ কিং খান

IPL-এর কোয়ালিফায়ার ১-এ মঙ্গলবার সানরাইজার্সের মুখোমুখি হয়েছিল কেকেআর। সেই ম্যাচের সাক্ষী থাকতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পুত্র কন্যাসহ উপস্থিত ছিলেন বলিউডের বাদশাহ। ম্যাচে দাপুটে মেজাজে সানরাইজার্সকে ৮ উইকেটে উড়িয়ে IPL-এর ফাইনালে নিজেদের জায়গা পাকা করে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শেষে উচ্ছ্বসিত টিমের অন্যতম কর্ণধার শাহরুখকে দলের খেলোয়াড়দের সঙ্গে হুল্লোড়ে মাততে দেখা যায়। মাঠের মাঝেই দুই বাহু ছড়িয়ে নিজের সিগনেচার পোজ দিতেও দেখা যায় তাঁকে। এরপরই বুধবার মেলে দুঃসংবাদ। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন কিং খান। হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ায় তাঁকে তড়িঘড়ি আমদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

বুধবার দুপুর ১টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা করা হয়। তাঁর ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই হাসপাতালের সামনে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়। অনুরাগীদের মধ্যেও উৎকণ্ঠা স্পষ্ট। সকলেই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়। 

 

গতকাল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৩৮ বল বাকি থাকতে হায়দরাবাদকে হেলায় হারায় কেকেআর। তারপরই মাঠে নেমে আসেন শাহরুখ। মাঠ প্রদক্ষিণ করেন। দর্শকদের ধন্যবাদ জানান। হাত নাড়ান। আনন্দে সিটিও বাজান বাজিগর। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধারাভাষ্যের দায়িত্ব পালন করা কিংবদন্তি সুনীল গাওস্কর ও কেভিন পিটারসেন এবং সঞ্চালিকা মায়ান্তি ল্যাঙ্গারের সঙ্গে খুনসুটিও করেন বাদশাহ।

আরও পড়ুন: Katrina Kaif: অন্তঃসত্ত্বা ক্যাটরিনা? লন্ডনের রাস্তায় ভিকির হাত ধরে ক্যামেরাবন্দি নায়িকা, জোরালো গুঞ্জন

অন্যদিকে খবর অনুযায়ী, আমদাবাদের প্রচণ্ড গরম এড়াতে গতকাল নিজেদের অনুশীলন বাতিল করেছে আরসিবি। আরসিবি এবং রাজস্থান রয়্যালস, উভয় দলেরই গুজরাত কলেজের মাঠে অনুশীলন করার কথা ছিল। বিরাটদের আরসিবির অনুশীলন করার কথা ছিল দুপুর দু’টো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। অপরদিকে, রাজস্থানের ৩.৩০টে থেকে ৬.৩০টা পর্যন্ত অনুশীলন করার কথা ছিল। ৬.৩০টার পর অনুশীলনের সময় আলোর সমস্যা হবে। সেই কারণে তারপর আর গুজরাত কলেজের মাঠে অনুশীলন করার অবকাশ ছিল না।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন