World Record: নতুন-পুরনো মিলিয়ে কোকাকোলার ৫২৩৭ সামগ্রী ব্যক্তির সংগ্রহে! গড়লেন বিশ্বরেকর্ড, শুরুটা কীভাবে হয়েছিল?

আমেরিকার ওরেগনের ২৬ বছর বয়সী জেফ্রি এস ফুক জুনিয়ার পেশায় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। সদ্য তাঁর নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। তবে পেশাগতভাবে এই সাফল্য নয়, ‘নেশা’-গতভাবে এসেছে সাফল্য! ঠান্ডা পানীয় কোকা কোলার নানান রকমের সামগ্রী সংগ্রহ করেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে তাঁর। জেফ্রির সংগ্রহে রয়েছে কোকাকোলার ৫,২৩৭ টি সামগ্রী। এই সামগ্রীর মধ্যে রয়েছে বোতল, ক্যান, কি রিংগস, ফিঙ্গারিনস সহ নানান জিনিস।

এই সংগ্রহের ইচ্ছার শুরুটা ২০১৩ সালে হয়েছিল। যে বছর জেফ্রির বাবা মা ডিভোর্সের রাস্তায় হেঁটে ছিলেন। সেই বছর থেকে মায়ের সঙ্গে থাকতে শুরু করেন জেফ্রি। মায়ের নতুন বাড়িতে তাঁর একটি আলাদা ঘর হয়। সেই ঘরকে তিনি কোকাকোলা থিম করে সাজাবেন ঠিক করেন। যেমন বলা, তেমন কাজ! প্রথমের দিকে স্রেফ বাড়ি সাজাবেন বলে চলেছিল কোকাকোলার নানান সামগ্রী জোগাড় করার পালা। তারপর জেফ্রির এই কাজে সঙ্গ দেন তাঁর মা। পুরনো জিনিসের দোকানে জেফ্রিকে নিয়ে যেতেন তিনি। সেখান থেকে পুরনো কোকাকোলার সামগ্রী কেনা হত। জেফ্রি বলছেন,’সময় যত এগিয়েছে, তত আরও বড় বড় কালেকশন আমি কিনতাম। … ধীরে ধীরে আমার সংগ্রহ বাড়তে থাকে।’

( Lucky Zodiac Signs from 19 May: প্রশংসা আসবে চারিদিক থেকে, চাকরি-ব্যবসায় লাভ তুঙ্গে! শুক্র, সূর্যের কৃপায় লাকি কারা?)

( Sachin Casts Vote Video: ছেলে অর্জুনকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সচিন! কী বললেন মাস্টার ব্লাস্টার?)

ওদিকে, কলেবরে বাড়তে থাকে জেফ্রির কোকাকোলার সামগ্রী সংগ্রহের দুনিয়া। শেষে বিবাহ বিচ্ছিন্না মায়ের বাড়িতে তাঁর আলাদা ঘরে ওই সামগ্রী ছাড়াও বাবার বাড়িতে জেফ্রির ঘরেও কোকাকোলার সামগ্রী রাখা হতে শুরু হয়। জেফ্রি বলছেন, ‘আমি ঠিক করেছিলাম যে যেদিন আমি আমার এই সামগ্রীগুলি আর সাজিয়ে রাখার মতো জায়গা পাব না, সেদিন কেনা বন্ধ করব। শেষে ২০২০ সাল নাগাদ আমি এতটা কেনাকাটা বন্ধ করে দিই, তবে কেনা পুরো থামাতে পারিনি।’ জেফ্রি বলছেন, ‘কোকা-কোলা আইটেম সংগ্রহ করা আমার বছরের পর বছর ধরে থেরাপির মতো ছিল। আমি আনন্দিত যে আমি পথ ধরে আমাকে সাহায্য করার জন্য কিছু বেছে নিয়েছি। আমি অন্য অনেক পথে যেতে পারতাম, কিন্তু আমার বন্ধু এবং পরিবার আমার সামান্য আবেশ সমর্থন করেছিল।’