ঋণ পরিশোধ না হওয়ায় আমেরিকান মালিকানায় চলে গেছে ইন্টার  

এতদিন চীনা হোল্ডিং কোম্পানি সুনিংয়ের হাতেই ছিল ইন্টার মিলানের মালিকানা। কিন্তু ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মালিকানা হারিয়েছে তারা। এখন সেটির মালিকানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ওকট্রি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। 

২০২১ সালে সুনিংকে ৩৯৫ মিলিয়ন ইউরো ঋণ দেয় ওকট্রি। কিন্তু চীনা প্রতিষ্ঠানটি মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে। এটা এখনও পরিষ্কার নয় ওকট্রি ক্লাবটিকে নতুন করে বিক্রি করবে কিনা। ক্লাবটির ম্যানেজিং ডিরেক্টর আলেহান্দ্রো কানো বলেছেন, তারা দীর্ঘ মেয়াদী ভবিষ্যতের কথা ভাবছেন তারা। সুনিং ক্লাবটির বেশিরভাগ অংশীদারিত্ব কিনে নিয়েছিল ২০১৬ সালে।   

কানো বলেছেন, ‘আমার প্রাথমিক লক্ষ্যই হচ্ছে কার্যক্রম ও আর্থিক দিকে স্থিতিশীলতা আনা। ইন্টার মিলানের ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন, তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা।’

এর ফলে ইতালিয়ান সিরি আ’তে সপ্তম ক্লাব হিসেবে আমেরিকান মালিকানার অধীনে চলে গেছে ইন্টার। তাদের ছাড়াও আমেরিকান মালিকানায় রয়েছে এসি মিলান, আতালান্তা, ফিওরেন্তিনা, রোমা, জিরোনা ও পারমা। 

১৯০৮ সালে প্রতিষ্ঠিত ইন্টার ইতালির সবচেয়ে জনপ্রিয় ক্লাবটির একটি। লিগ শিরোপা জিতেছে ২০ বার।