Bangladeshi MP Murder: বাংলাদেশি সাংসদ খুনে কলকাতায় প্রথম গ্রেফতারি, ধরা পড়ল সেদেশেরই এক নাগরিক

কলকাতা লাগোয়া নিউ টাউনে বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। সিয়াম নামে ওই বাংলাদেশি নাগরিক আনোয়ারুল খুনে যুক্ত ছিলেন বলে দাবি করছেন তদন্তকারীরা। ওই দিন যে অ্যাপ ক্যাপ ব্যবহার করেছিলেন তাঁর চালককে জেরা করে অভিযুক্তের সন্ধান পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: তৃণমূল সরকারের জমানায় জারি ৫ লক্ষ OBC শংসাপত্র বাতিল বলে ঘোষণা করল হাইকোর্ট

পড়তে থাকুন: আদালতের রায় মানি না, OBC সংরক্ষণ চলছে, চলবে, প্রকাশ্য মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, গত ১৩ মে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে খুন করা হয় বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সাংসদ আনোয়ারুলকে। এর পর দেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে আততায়ীরা। পথে পুলিশ ধরলে যাতে রান্না করার উদ্দেশে মাংস নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করা যায় সেজন্য কাটা দেহাংশে হলুদ মাথায় আততায়ীরা। এর পর একটি অ্যাপ ক্যাব বুক করে তারা। অ্যাপ ক্যাবে ব্যাগগুলি তোলে তারা। পথে নজরুল তীর্থের সামনে দাঁড়িয়ে দেহাংশ কোথায় নিয়ে যাওয়া হবে সেকথা আলোচনা করে তারা। সেকথা শোনেন ওই ক্যাবের চালক জুবেইর। এর পর অ্যাক্সিস মলের সামনে আততায়ীদের নামিয়ে দেন ক্যাব চালক।

বুধবার ক্যাব চালককে আটক করে জেরা করছেন সিআইডির গোয়েন্দারা। তার দেওয়া সূত্রের ভিত্তিতেই সিয়ামকে গ্রেফতার করে তারা। ধৃত ব্যক্তি দেহাংশ ফেলার দায়িত্বে ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

গত ১৩ মে যে গাড়িতে করে আনোয়ারুলকে ওই আবাসনে নিয়ে যাওয়া হয়েছিল ও যে গাড়িতে তার দেহাংশ ফেলা হয় ২টি গাড়িই আটক করেছে পুলিশ। গাড়িগুলির ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন: পিছিয়ে থাকা সম্প্রদায়ের সংরক্ষণ ছিনতাই করে মুসলিমদের দিয়েছেন মমতা: অমিত শাহ

ওদিকে এই ঘটনায় উঠে এসেছে হানি ট্রাপের তত্ত্ব। জানা গিয়েছে, আনোয়ারুলকে নিউ টাউনের ওই ফ্ল্যাটে নিয়ে যেতে আগে থেকেই সেখানে তাঁর পরিচিত এক মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই মহিলাই আনোয়ারুলকে ফ্ল্যাটের দরজা খুলে দেন। তবে খুনের সময় সেখানে ছিলেন না তিনি। পরে যদিও দেহ লোপাটের কাজে হাত লাগান ওই মহিলা।