Digha hotel booking: ভোটের জন্য বুকিং বন্ধ দিঘায়, পর্যটকদেরও হোটেল ছাড়তে নির্দেশ, আবার চালু কবে?

আগামী ২৫ মে ষষ্ঠ দফার ভোট। তার আগে আজ থেকেই দিঘার হোটেল খালি করার নির্দেশ দিল প্রশাসন। ভোটের সময় বেড়াতে এসে পর্যটকরা যাতে কোনও সমস্যায় না পড়েন, সে কারণে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তবে লিখিত ভাবে কোনও নোটিশ জারি করা হয়নি। মৌখিক ভাবে হোটেলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।

তবে প্রশাসনের পক্ষ থেকে লিখিত কোনও নোটিশ না দেওয়ায় হোটেল মালিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে পর্যটক রাখা নিয়ে। হোটল সংগঠনগুলি জানিয়েছে, উইকএন্ডে প্রচুর পর্যটকরা আসেন দিঘা, মন্দারমণি তাজপুরের সৈকতে। কিন্তু হঠাৎ প্রশসানের এই নির্দেশ আসায় যারা রুম বুকিং করছেন তাঁদের বুকিং বাতিল করতে বলা হয়েছে।

আরও পড়ুন। ট্রাফিক পুলিশদের বাধ্যতামূলক চালু রাখতে হবে বডি ক্যামেরা, SOP জারি লালবাজারের

দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেন,’পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কমিশনের নির্দেশ জানিয়ে বুকিং বাতিল করার কথা জানানো হয়েছে। পর্যটকরা বেড়াতে এসে যাতে সমস্যার মধ্যে না পড়েন, সে জন্য ২৫ পর্যন্ত বুকিং বাতিলের কথা বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের কথা জানিয়ে আমাদের বুকিং বাতিলের কথা বলা হচ্ছে। কিন্তু এ সংক্রান্ত আমরা কোনও নোটিশ পাইনি। যার ফলে অনেকে বুঝতে পারছেন না হোটেলে পর্যটক থাকলে কোনও সমস্যা হবে কিনা। যারা বুকিং করতে চাইছেন, তাদের ২৫ তারিখের পর বুকিং করতে বলা হচ্ছে।’

এই নির্দেশ প্রসঙ্গে কাঁথির মহকুমা শাসক ও দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক শৌভিক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রশাসন বা পর্ষদের কোনও নির্দেশ দেয়নি। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই নির্বাচনের সময় বহিরাগত লোকজন হোটেলে না রাখার জন্যে বলা হয়েছে।’

আর পড়ুন।  আদিবাসী বধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, যুবককে পিটিয়ে খুন, বিক্ষোভ পরিবারের

পুলিশও জানিয়েছে, কমিশনের নির্দেশ মেনে হোটেল মালিকদের এই বার্তা দেওয়া হয়েছে। ডিএসপি( ডিএন্ডটি) আবুনুর হোসেন জানিয়েছেন, কমিশনের গাইড লাইন মেনে চলার জন্যে হোটেল সংগঠনগুলিকে বলা হয়েছে। বহিরাগত আটকাতে দিঘার ওড়িশা বার্ডার এলাকায় নজরদারি ও চেকিং বাড়ানো হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে উপকূল এলাকাতেই।

তাই এই উইকএন্ডে দিঘা বেড়াতে যাওয়ার প্ল্যান করে থাকলে বাতিল করুন। ২৫ মে ভোট মিটলে আবার বুকিং মিলবে।

আরও পড়ুন। ১০০-১২০ কিমিতে চলবে তাণ্ডব, বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! কোথায় ল্যান্ডফল?