Ramakrishna Mission under attack: সেবক হাউজের ফিরে পেল রামকৃষ্ণ মিশন, মহারাজদের থাকতে হচ্ছে পুলিশি পাহারায়

অবশেষে রামকৃষ্ণ মিশনের ‘সেবক হাউজ’এর চাবি মিশনের হাতেই তুলে দিল পুলিশ। বুধবার সকালে শিলিগুড়ির সেবক রোডে সেবক আবাসনে ভক্তিনগর থানার পুলিশ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপস্থিতিতে চাবি হস্তান্তরিত করে। সঙ্গে সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশি পাহারা।

আরও পড়ুন: তৃণমূল সরকারের জমানায় জারি ৫ লক্ষ OBC শংসাপত্র বাতিল বলে ঘোষণা করল হাইকোর্ট

পড়তে থাকুন: আদালতের রায় মানি না, OBC সংরক্ষণ চলছে, চলবে, প্রকাশ্য মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি শহর লাগোয়া শালুগাড়ায় সেবক রোডের পাশে অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসন সেবক ভবনে ১৯ তারিখ গভীর রাতে স্থানীয় জমি মাফিয়া প্রদীপ রায় ও তার দলবল হামলা চালায়। ভাঙচুর করা হয় আবাসনে। পাশাপাশি সন্ন্যাসীদেরও অপহরণ করারও অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

এই ঘটনায় ১৯ তারিখে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল রামকৃষ্ণ মিশনের তরফে। কিন্তু অভিযোগের পরই আবাসনের গেটে তালা ঝুলিয়ে দেয় পুলিশ।পুলিশের এই ভূমিকা নিয়ে রাজ্যজুড়ে নিন্দার ঝর ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। পরবর্তীতে পুলিশ মুল অভিযুক্তকে গ্রেফতার করতে না পারলেও এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে। যদিও রামকৃষ্ণ মিশনের আবাসিকদের মাথয় বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠলেও। পুলিশ ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারা লাগু করেনি।

আরও পড়ুন: পিছিয়ে থাকা সম্প্রদায়ের সংরক্ষণ ছিনতাই করে মুসলিমদের দিয়েছেন মমতা: অমিত শাহ

এদিকে নিজেকে রামকৃষ্ণ মিশনের এই আবাসন ও জমির মালিক বলে দাবি করা অভিযুক্ত প্রদীপ রায় পলাতক। তদন্ত করে পুলিশ জানতে পারে এই আশ্রমটির মালিক কোনোভাবেই প্রদীপ রায় নয়। এটা রামকৃষ্ণ মিশনেরই। ফলে এদিন এই আবাসনটি রামকৃষ্ণ মিশনকে হস্তান্তর করে পুলিশ। রামকৃষ্ণ মিশন কতৃপক্ষ আশাবাদী পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবে।