Bhawanipore Club crowned champions of CAB 1st Division League at Eden Gardens during IPL 2024 season East Bengal in quarter final of JC Mukherjee

কলকাতা: সিএবি (CAB) প্রথম ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হল ভবানীপুর ক্লাব। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে তারা হারাল মহমেডান ক্লাবকে (Bhawanipur vs Mohammedan Club)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুক্রবার ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়। তবে প্রথম ইনিংসে বিরাট লিড নেওয়ায় চ্যাম্পিয়ন ঘোষিত হয় ভবানীপুর ক্লাব।

স্থানীয় লিগে টাউন ক্লাবের সঙ্গে মহমেডানের ম্যাচে গড়াপেটার অভিযোগে ময়দানে শোরগোল পড়েছিল। মহমেডানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগ উত্তাল হয়েছিল সিএবি। তবে সেই অন্ধকার অধ্যায় ও বিতর্ক সরিয়ে মাঠের পারফরম্যান্সে সমীহ আদায় করে নিয়েছিল মহমেডান ক্লাব। পৌঁছে গিয়েছিল লিগ ফাইনালে।

যদিও ফাইনালে উঠে শেষরক্ষা হল না। ভবানীপুরের কাছে স্বপ্নভঙ্গ হল সাদা-কালো শিবিরের। ভবানীপুরের জার্সিতে ব্য়াট হাতে ম্যাচের নায়ক বিবেক সিংহ, অরিন্দম ঘোষ ও অভিমন্যু ঈশ্বরণ। বিবেক ১৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। তিনিই ছিলেন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভবানীপুরের সর্বোচ্চ স্কোরার। সেঞ্চুরি করেন অভিজ্ঞ অরিন্দম ও অভিমন্যুও। অরিন্দম ১৩৪ ও অভিমন্যু ১১৫ রান করেন। বল হাতে সেরকমই নজর কেড়ে নিয়েছেন দীপক কুমার (৫০ রানে ৪ উইকেট) ও প্রদীপ্ত প্রামাণিক (৩৮ রানে ৩ উইকেট)।

ইডেন গার্ডেন্সে নৈশালোকে গোলাপি বলের ফাইনালে প্রথম ইনিংসে ৪৭৯/৯ রানের বিশাল স্কোরে ডিক্লেয়ার দিয়েছিল ভবানীপুর। তারপর মাত্র ২০৯ রানে মহমেডানকে অল আউট করে দেয় তারা। নিশ্চিত হয়ে যায়, প্রথম ইনিংসের লিড থাকছে ভবানীপুরেরই।

দ্বিতীয় ইনিংসেও ছিল ভবানীপুরের ব্যাটারদের দাপট। ৩৭৩/৫ তুলে পঞ্চম তথা শেষ দিনের শেষ মুহূর্তে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ভবানীপুর। দ্বিতীয় ইনিংসে ব্যাটে রান পেয়েছেন সন্দীপন দাস (৭৬) ও শুভম সরকার (৫১ অপরাজিত)। মহমেডান স্পোর্টিংয়ের হয়ে ২ উইকেট কুণাল কুমারের।

কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল

জে সি মুখোপাধ্যায় টি-টোয়েন্টি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। শুক্রবার ক্যালকাটা পুলিশ ক্লাবকে প্রি কোয়ার্টার ফাইনালে ৪৬ রানে হারাল লাল-হলুদ শিবির। প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ১৩৫ তোলে ইস্টবেঙ্গল। শশাঙ্ক সিংহ সর্বোচ্চ ৪৫ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানে শেষ হয়ে যায় ক্যালকাটা পুলিশ ক্লাব। ১৮ রানে ৪ উইকেট আকাশ ঘটকের।

আরও পড়ুন: স্নাতকোত্তর হলেন সারা, মেয়ের দারুণ রেজাল্টে উচ্ছ্বসিত বাবা, কী নিয়ে পড়াশোনা সচিন-কন্যার?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন