Calcutta High Court: বদলে গেল হাইকোর্টের রুটিন, বিচারপতি অমৃতা সিনহা পুলিশ মামলায়, চাকরি মামলায় কে?

গরমের ছুটির পরে কলকাতা হাইকোর্ট খুললে নতুন রস্টার মেনে শুনানি হবে। সেক্ষেত্রে এবার নির্দিষ্ট মামলার ক্ষেত্রে বিচারপতি বদল হচ্ছে। বছরে কয়েকবার এই ধরনের রস্টার পরিবর্তন হয় বিচারপতিদের। সেক্ষেত্রে তাঁদের কাছে ভিন্ন মামলার ভার যায়। নতুন মামলা শোনার দায়িত্ব দেওয়া হয় নতুন বিচারপতিকে। এভাবেই নতুন করে বিচারপতি বদল করা হয় বিভিন্ন মামলার ক্ষেত্রে । 

নতুন রস্টার অনুসারে এবার থেকে এসএসসি সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কলেজ ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে বিচারপতি রাজাশেখর মান্থা আগের মতোই প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলাগুলি শুনবেন। এক্ষেত্রে কোথাও কোনও পরিবর্তন হয়নি। 

বিচারপতি অমৃতা সিনহা আর পঞ্চায়েত ও পুরসভা সংক্রান্ত মামলা শুনবেন না। তিনি এবার থেকে পুলিশের অতি সক্রিয়তা ও নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলি শুনবেন না। এবার পঞ্চায়েত সংক্রান্ত মামলা শোনা হবে বিচারপতি অনিরূদ্ধ রায়ের এজলাসে। আর পুরসভা সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি কৌশিক চন্দ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ চাকরি সংক্রান্ত মামলা শুনবে। 

অন্যদিকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলি এবার যাচ্ছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে। পুরসভা, পঞ্চায়েত সমবায় সংক্রান্ত মামলা যাবে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে আগাম জামিনের মামলা যাচ্ছে। জামিন সংক্রান্ত মামলা যাচ্ছে  বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ।