MS Dhoni boards flight from Bengaluru to Ranchi, fans receive him with loud cheer

বেঙ্গালুরু: ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের নাম উঠলে, সেই আলোচনায় মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নাম আসাটা খুব স্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহুদিন আগেই অবসর নিয়েছেন, তবে তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। আইপিএলের (IPL 2024) ম্যাচগুলিতে ধোনি মাঠে নামলেই জণগনের উন্মাদনা, চিৎকার তার পরিচয়বাহক। তাঁর জনপ্রিয়তা যে শুধু ২২ গজে সীমাবদ্ধ নয়, তার পরিচয় আবারও একবার পাওয়া গেল।

চলতি মাসের ১৮ তারিখ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। মরণ-বাঁচন ম্যাচে হলুদ ব্রিগেডকে ২৭ রানে সেই ম্যাচে পরাজিত করে আইপিএলের প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে আরসিবি। ম্যাচে পরাজিত হওয়ায় এই মরশুমের মতো সিএসকের আইপিএল সফর শেষ হয়। ম্যাচ শেষে বেঙ্গালুুরু থেকে রাঁচির উদ্দেশ বিমান ধরেন ধোনি। তাঁকে বিমানে দেখেই উপস্থিত যাত্রীরা উচ্ছ্বাসে ভাসেন। করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান। এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন।

 

 

সেই ভিডিওতে ওভারহেডে ধোনিকে নিজে হাতেই নিজের লাগেজ রাখতে দেখা যায়। তাঁর প্রতিটি মুহূর্ত উপস্থিত যাত্রীর ফ্রেমবন্দি তো করছিলেনই, তিনি নিজের সিটে বসার সময় তাঁকে করতালি দিয়ে অভিবাদনও জানান সকলে। 

বয়স ৪২-র কোটা পার করেছে। চোট আঘাতও রয়েছে। শোনা যাচ্ছে ধোনি মরশুমশেষে ফের একবার অস্ত্রোপ্রচারও করাতে পারেন। অনেকে আবার মনে করছেন এটাই হয়তো ধোনির শেষ আইপিএল মরশুম ছিল। যদিও ধোনির তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছুই জানানো হয়নি। এই বিষয়ে সিএসকে সিইও কাশী বিশ্বনাথের সাম্প্রতিক মন্তব্যে ধোনি অনুরাগীরা কিন্তু বেশ আশাবাদীই হবেন।

সম্প্রতি হলুদ ব্রিগেডের সিইও বলেন, ‘আমি জানি না, ও কী করবে। এটি এমন একটি প্রশ্ন, যার উত্তর শুধুমাত্র ধোনি দিতে পারবে। আমরা সবসময় ধোনির সিদ্ধান্তকে সম্মান করেছি। আমরা এটা ওর উপর ছেড়ে দিয়েছি এবং আপনারা সবাই জানেন যে, উপযুক্ত সময়ে এলে ও নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে এবং সেটা নিজেই ঘোষণা করেছে। আমরা আশা করছি যে, ও যখন সিদ্ধান্ত নেবে, আমরা একটি জানতে পারব, সেই বুঝে ভাবনাচিন্তা করব। তবে আমি আশাবাদী যে আগামী মরশুমে ধোনিকে পাওয়া যাবে দলের হয়ে। এমনকী সমর্থকরাও তেমনই প্রত্যাশা রাখছেন।’ অবশ্য ধোনিকে নিয়ে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। শেষমেশ তিনি কী করবেন, একমাত্র তিনিই জানেন।

আরও পড়ুন: ঘরের মাঠে ম্যাচ, কোয়ালিফায়ার ২-এ চিপকে রাজস্থানের হয়ে গলা ফাটাবেন সমর্থকরা আশাবাদী অশ্বিন

আরও দেখুন