WB Police rebuked by Calcutta HC: তৃণমূল নেতা হলে এই ‘গতিতে’ রেইড হত? শুভেন্দুর মামলায় পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের

শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে কলকাতা হাইকোর্টে তুমুল ভর্ৎসিত হল পশ্চিমবঙ্গ পুলিশ। শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে আগামী ১৭ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিতে পারবে না। তিনি বলেছেন, ‘যদি আপনারা কয়েকদিনের জন্য অপেক্ষা করেন, তাহলে আকাশ ভেঙে পড়বে না।’ সেইসঙ্গে আদর্শ আচরণবিধি কার্যকর থাকার সময় যে ‘দ্রুততার’ সঙ্গে অভিযান চালানো হয়েছে, তা নিয়েও ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ। বিচারপতি সিনহা জানান, এই সময় শুধুমাত্র ফ্লাইং স্কোয়াড অভিযান চালাতে পারে। বিচারপতি প্রশ্ন করেন যে শাসক দলের নেতাদের (তৃণমূল কংগ্রেসের নেতা) বিরুদ্ধে যদি এরকম খবর পেতেন, তাহলে কি এরকম ‘দ্রুততা’ দেখাত পুলিশ?

(বিস্তারিত পরে আসছে)