ফুচকা খাওয়া নিয়ে তুমুল বচসা, পড়ল বোমা, চলল গুলি, আহত ৬!

ফুচকা খাওয়া নিয়ে বচসা। আর সেই বচসা ঘিরে দু’পক্ষের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল এলাকা। চলল গুলি, পাশাপাশি বোমাবাজিও করা হল। দুপক্ষের সংঘর্ষে ৬ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ঘটনায় বেশ কয়েকজন আটক করেছে পুলিশ। পাশাপাশি একাধিক জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এমন ঘটনা ঘটল উত্তরপ্রদেশের কানপুরের আর্যনগর এলাকায়।

আরও পড়ুন: মলদ্বীপের নাগরিকদের সঙ্গে ভারতীয়দের মারপিট ওই দেশেই, আহত ২

জানা গিয়েছে, ফুচকা খাওয়া নিয়ে দোকান মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে একদল যুবক। এরপর তারা দোকানে হামলা চালায়। ইট পাথর ছুড়তে শুরু করে। তখন দোকান মালিক তার পরিবারের সদস্যদের নিয়ে গিয়ে ছাদে উঠে গিয়ে লাইসেন্স থাকা বন্দুক নিয়ে যুবকদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। যুবকরাও পালটা বোমাবাজি করে বলে জানা যাচ্ছে। উভয়পক্ষের সংঘর্ষে ৬ জনের বেশি মানুষ আহত হয়েছেন। যদিও তাদের আঘাত গুরুতর নয়। খবর পেয়ে সেখানে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কানপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ পাণ্ডের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্যক্তিগত শত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। জানা গিয়েছে, বুধবার দীপু এবং হরিকিষান নামে দুই ব্যক্তি তাদের সহযোগীদের সঙ্গে বাড়ি ফিরছিল। সেইসময় একজন সঞ্জয় সিং এক ব্যক্তিকে আক্রমণ করে। এরপর সঞ্জয়ের মা ২০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

পরের দিন চেতন সিং নামে অপর এক ব্যক্তি সঞ্জয়ের ওপর চড়াও হয়। পরে সন্ধ্যায় ফুচকার দোকানের কাছে দুই দলের গ্রুপের সদস্যরা একে অপরের সামনা-সামনি হয়। তখন দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে।এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে আটক করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ডেপুটি আইজি (কানপুর রেঞ্জ) যোগেন্দ্র কুমার জানিয়েছেন, কানপুর দেহাতের অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ পাণ্ডেকে মামলাটি হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, কানপুরে এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগে ২০২১ সালে একজন চাট বিক্রেতার সঙ্গে এক দল যুবকের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এদিনের ঘটনায় পুলিশ ২০ জনের নামে মামলা করেছে। বাকিদের গ্রেফতার করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।