Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের জেরে দক্ষিণের থেকেও বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, পাহাড়ে মেঘভাঙা বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। সুন্দরবন উপকূলের দিকে ক্রমশ এগিয়ে আসছে এই ঝড়। রবিবার সন্ধ্যার পর কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তাণ্ডব চালাবে রেমাল। তবে রেহাই নেই উত্তরবঙ্গেরও। একাধিক পূর্বাভাস জানাচ্ছে, ঘূর্ণিঝড় রেমালের জেরে পাহাড়ে মেঘভাঙা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে ধস ও হড়পা বানের সম্ভাবনা রয়েছে সিকিম ও দার্জিলিং পাহাড়ে।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের জেরেই ছাত্রমৃত্যু ঘটে, কর্মসমিতির বৈঠকে শাস্তিতে শিলমোহর

পড়তে থাকুন: বাংলাদেশের সাংসদের দেহ ৮০ টুকরো করতে কত টাকা মিলেছিল?‌ খুনের তদন্তে নয়া মোড়

পূর্বাভাস বলছে রবিবার বেলা ১২টার পর যে কোনও সময় ঘূর্ণিঝড় রেমালের ভূভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হবে। শনিবার সন্ধ্যার পর থেকেই উপকূলে শুরু হয়ে যাবে দমকা হাওয়া ও বৃষ্টিপাত। রাত যত বাড়বে ততই উপকূল ছাড়িয়ে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল থেকে দূরের এলাকাগুলিতেও বৃষ্টি শুরু হবে। ঘূর্ণিঝড় রেমালের জেরে কলকাতায় ২ দিনে ১৫০ মিমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে।

আরও পড়ুন: বনকর্মী খুনে ৩ বাংলাদেশি চোরাশিকারি গ্রেফতার, মধু-হরিণের জন্য জলসীমা লঙ্ঘন

দক্ষিণবঙ্গ পার করে সোমবার দুপুরের পর গভীর নিম্নচাপ হিসাবে উত্তরবঙ্গে প্রভাব ফেলতে শুরু করবে ঘূর্ণিঝড় রেমালের অবশিষ্টাংশ। এর জেরে সোমবার সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তরাই ও ডুয়ার্সের জেলাগুলিতে সোমবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুসারে তরাই ও ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ৩০০ থেকে ৪০০ মিমি বৃষ্টি হতে পারে। নাগাড়ে বৃষ্টি হবে দার্জিলিং, সিকিম ও ভুটান পাহাড়ে। যার জেরে বন্যা, হড়পা বান ও ধসের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের জেরে জলপাইগুড়ি শহরে ২৫০ মিমি ও আলিপুরদুয়ার শহরে ৩৫০ মিমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতে বৃষ্টি হতে পারে প্রায় ১৫০ মিমি।