KKR captain Shreyas Iyer remembers tough times claims nobody believed he was injured ahead of IPL 2024 Final vs SRH

চেন্নাই: রাত পোহালেই আইপিএল ফাইনালের (IPL 2024 Final) দ্বৈরথ। খেতাবি লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR vs SRH)। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বিগত কয়েক মাস বেশ চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই কেটেছে। বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি। বিশ্বকাপের দলেও জায়গা হয়নি তাঁর। তবে সেই শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই ফাইনাল খেলতে নামবে কেকেআর।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের ঠিক আগেই শ্রেয়স বিতর্কের মুখে পড়েন। পিঠের চোটের কারণে তিনি খেলতে পারবেন না বলে জানান। তবে ভারতীয় ফিজিও জানান শ্রেয়সের চোট নেই। অনেকেই শ্রেয়সের বিরুদ্ধে চোটের অজুহাতে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামতে না চাওয়ার অভিযোগ করেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কিন্তু শ্রেয়সের মনে সেই ঘটনা যে কতটা প্রভাব ফেলেছিল, তা আইপিএল ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে তাঁর কথা শুনেই বোঝা যায়।  

কেকেআর অধিনায়ক বলেন, ‘আমি বিশ্বকাপের পর নিশ্চিতভাবেই ভুগছিলাম। আমি যখন সেই বিষয়টি জানাই, তখন কেউ আমায় বিশ্বাস করেনি। তবে লড়াইটা তো বাকিদের সঙ্গে নয়, লড়াইটা ছিল আমার নিজের সঙ্গে। আইপিএলে আমি নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর ছিলাম। আমরা মরশুম শুরুর আগে যা পরিকল্পনা করেছিলাম, তা যাতে সফলভাবে প্রয়োগ করতে পারি, সেই বিষয়ে সচেতন ছিলাম।’

২০২০ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই দিল্লি ক্যাপিটালস আইপিএলের ফাইনালে উঠেছিল। পাঁচ মরশুমে দ্বিতীয়বার অধিনায়ক হিসাবে ফাইনালে নামতে চলেছেন কেকেআর অধিনায়ক। তবে তিনি নেতা হিসাবে যথেষ্ট সম্মান পান না বলে দাবি করা হলে, সেটা কিন্তু সম্পূর্ণই মিডিয়ার ঘাড়ে ঠেলে দেন তিনি। আর রইল দলের সাফল্য? সেটার কৃতিত্ব মেন্টর গম্ভীরকেই (Gautam Gambhir) দিলেন শ্রেয়স। ‘কীভাবে খেলা উচিত, সেই বিষয়ে গৌতম ভাইয়ের জ্ঞানের কোনও তুলনা হয় না। এর আগে কেকেআরের অধিনায়ক হিসাবে ওঁ দুইবার খেতাব জিতছে। কোন প্রতিপক্ষের বিরুদ্ধে কীভাবে খেলব, সেই নিয়ে ওঁ একেবারে ঠিকঠাক পরিকল্পনা তৈরি করেছে। ওঁর যা জ্ঞান এবং যে পরকল্পিনা ওঁ তৈরি করে দিচ্ছে, সেইভাবেই যেন আমরা খেলা চালিয়ে যেতে পারি।’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আইপিএল ফাইনালের আগেই দুর্যোগ, বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআরের অনুশীলন 

আরও দেখুন