Rain in Kolkata: স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতার একাংশ, রেমাল ঘূর্ণিঝড়ের আগে খেলা শুরু মহানগরীতে

রেমাল ঝড় আসেনি এখনও কলকাতায়। আবহাওয়া দফতরের মতে, কলকাতায় রবিবার তার কিছু প্রভাব পড়তে পারে। তবে তার আগেই বৃষ্টি নামল শহরে। স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতার একাংশ।  কলকাতার বাইপাস সংলগ্ন কিছু এলাকায় শনিবার দুপুরের দিকে রিমঝিম বৃষ্টি নামে। সঙ্গে ঝোড়ো হাওয়াও ছিল। 

এদিকে সকাল থেকে চড়া রোদ কলকাতায়। তার মধ্য়েই দুপুরের পর থেকে আকাশ কিছুটা মেঘলা হয়ে যায়। তবে বিকালের দিকে কিছুটা ঝোড়ো হাওয়া বইতে থাকে। কিন্তু কলকাতার সর্বত্র বৃষ্টি পড়েনি। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে শনিবার রাতে ঘুর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। তবে তার আগে কলকাতায় কার্যত মহড়া হয়ে গেল বৃ্ষ্টির। এক পশলা বৃষ্টির জেরে কিছুটা হলেও স্বস্তি নামে মহানগরীর একাংশে। 

তবে এদিনের বৃষ্টিকে রেমালের প্রভাব বলা যাবে না। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। রেমালের প্রভাব পড়তে পারে রবিবার। কিন্তু শহরবাসী অবশ্য় বার বারই আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। কখন বৃষ্টি আসে তারই অপেক্ষা। তবে শেষ পর্যন্ত এল বৃষ্টি। কিন্তু সেটা রেমালের প্রভাবে নয়।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, রবিবার মধ্যরাতে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যে দিয়ে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল পার করবে এই প্রবল ঘূর্ণিঝড়। আশঙ্কা রয়েছে নানা ধরনের বিপদের। বিশেষ করে দুই ২৪ পরগনার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে রেমাল নিয়ে কী বলছে আবহাওয়া দফতর? 

মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এই গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। এদিকে বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ এবং ক্যানিং থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্বে আছে এই সিস্টেম। এটি ক্রমেই আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

সর্বশেষ পাওয়া খবর অনুসারে বিকাল থেকেই ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। এরপর ২৬ মে গভীর রাতে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ে ভূভাগে প্রবেশ করবে। মৌসম ভবন জানিয়েছে, গত ছ’ঘণ্টায় নিম্নচাপ ১৭ কিলোমিটার বেগে বাংলার দিকে এগিয়ে এই সিস্টেমটি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের দুই জেলায়। কোথাও কোথাও ১৩৫ কিলোমিটার পর্যন্ত ঝড়ের বেগ উঠতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বহু জায়গায়।