ঘূর্নিঝড়ে ১০ নং মহাবিপদ সংকেত দেয়া পলিফোনিক সাইরেন অকেজো

আমতলী উপজেলার পরিষদের সামনে অকেজো অবস্থায় পড়ে আছে ঘূর্ণিঝড় সতর্কবার্তা প্রচারের পলিফোনিক সাইরেন। 

দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা হিসেবে পরিচিত বরগুনা। এ জেলার আমতলী উপজেলা পরিষদের সামনে ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেত প্রচারে জাইকার অর্থায়নে স্থাপন করা হয়েছিল পলিফোনিক সাইরেন। স্থাপনের সময় সাইরেনটি বাজলেও বর্তমানে শুধু সাইরেনটিই আছে, কিন্তু নেই তার কোনো শব্দ। ফলে মহাবিপদ সংকেতের সময় স্থানীয়রা বুঝতেই পারেন না দুর্যোগের বিষয়ে।  

জানা যায়, ২০০৭ সালে সুপার সাইক্লোন সিডরে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। এরপর ঘূর্ণিঝড় থেকে মানুষকে বাঁচাতে মহাবিপদ সংকেত প্রচারের জন্য আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) অর্থায়নে আমতলী উপজেলা পরিষদের ভবনের সামনে স্টিলের পাইপে উঁচু করে স্থাপন করা হয় পলিফোনিক সাইরেন। ছয়টি ছোট মাইক সংবলিত উচ্চ ক্ষমতাসম্পন্ন এই সাইরেনটির আওয়াজ তিন বর্গকিলোমিটার এলাকা পর্যন্ত পৌঁছাতে সক্ষম। কেবল ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর প্রয়োজন হলে এ ধরনের সাইরেন বাঁজিয়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়। কিন্তু দুর্যোগের সময় এই সাইরেনটি এখন কোনো কাজেই আসছে না। দীর্ঘ ৯ বছর ধরে এটি বিকল রয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমল বাংলাদেশ উকূলের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহা বিপদ সংকেত জারি করেছে। 

দুর্যোগপূর্ন আবহাওয়া আরো অবনতি হলে ও পরিফোনিক সাইরেনটি অকেজো থাকার কারণে সেটি বাজানো সম্ভব হচ্ছেনা।

আমতলী উপজেলা সিপিপি টিম লিডার আঃওহাব আকন বলেন, মহাবিপদ সংকেত প্রচারের জন্য ৩ বর্গকিলোমিটার উচ্চ ক্ষমতার এই সাইরেনটি বসানো হলেও বর্তমানে এটি অকেজো। ফলে আসন্ন ঝড়ে মানুষ সাইনে শুনতে না পেয়ে বিপদে পড়তে পারেন। এটি মেরামতের চেষ্টা করা হয়েছিল। কিন্তু চালু করা সম্ভব হয়নি।

আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন বলেন,সাইরেনটি দীর্ঘদিনধরে অকেজো রয়েছে। তবে এটির সুইজে কারিগরি ত্রুটি রয়েছে।স্থানীয় টেকনিশিয়ান দ্বারা সারানোর চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি। ঢাকা থেকে ভালো টেকনিশিয়ান দ্বারা মেরামতের কাজ চলমানা রয়েছে। 

আমতলী পৌরসভা মেয়র,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মতিয়ার রহমান বলেন, ১০ নম্বর মহাবিপদ সংকেত প্রচারে এবং মানুষের কাছে সাইরেনের শব্দ পৌঁছাতে এই সাইরেনটি অতি প্রয়োজন ছিল।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সাইরেনটি সুইজে সমস্যা রয়েছে।এটি মেরামতের উদ্যেগ নেয়া হয়েছে। স্থানীয় ট্যাকনিশিয়ান মাধ্যমে মেরামতের চেষ্টা ও করেছি। ঢাকা থেকে ট্যাকনিশিয়ান এনে মেরামতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

 



শাকিল/সাএ