Amit Shah: প্রচুর সুযোগ, তবু অগ্নিবীর নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছেন রাহুল গান্ধী: অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার অভিযোগ করেছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী অগ্নিবীর সামরিক নিয়োগ প্রকল্প নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছেন।

হরিয়ানায় লোকসভা নির্বাচনের প্রচারে প্রথম সভায় রাহুল গান্ধী বলেছিলেন, ‘ইন্ডিয়া ব্লক’ ক্ষমতায় এলে অগ্নিবীর প্রকল্প বাতিল করে দেওয়া হবে।

অমিত শাহ জানান, অগ্নিবীরদের ২৫ শতাংশ স্থায়ীভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে, আর বাকি ৭৫ শতাংশকে রাজ্য সরকার ও আধাসামরিক বাহিনীতে সংরক্ষণ দেওয়া হবে। ফলে, অগ্নিবীর প্রকল্পে অংশ নেওয়া কারোরই বেকার থাকার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন। প্রথম ৫ দফায় কোন আসনে মোট কত ভোট পড়ল? অবশেষে জানাল কমিশন! ‘হাওয়া পালটাল নাকি?’

ধর্মশালায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অমিত শাহ বলেন, ‘রাহুল গান্ধী অগ্নিবীর প্রকল্প নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছেন এবং এটি নিয়ে মিথ্যাচার করছেন। রাহুল একটি নতুন প্রথা শুরু করেছেন যেখানে মিথ্যাকে নির্বাচনী ইস্যু বানানো হচ্ছে এবং অগ্নিবীর প্রকল্প তার সবচেয়ে বড় উদাহরণ।’

শাহ আরও বলেন, ‘অগ্নিবীরদের ২৫ শতাংশ সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগ পাবে। বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো পুলিশে অগ্নিবীরদের জন্য ১০-২০ শতাংশ সংরক্ষণ করেছে, এছাড়া কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতেও ১০ শতাংশ সংরক্ষণ করা হয়েছে।’

অগ্নিবীরদের বয়স, পরীক্ষায় ছাড় এবং শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই বলেও জানান অমিত শাহ। তাঁর সংযোজন, ‘অগ্নিবীরদের মধ্যে খুব কমই থাকবেন যাঁরা রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে নিয়োগ পাবেন না।’

আরও পড়ুন। ‘উজ্জ্বল নক্ষত্র’, ‘কোনও দিন হারেননি’, প্রচারে তাপসের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু

এছাড়াও, বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলি এবং কোম্পানিগুলো অগ্নিবীরদের অগ্রাধিকার দেবে। তাঁদের প্রশিক্ষণ সরকারি খরচে হবে এবং তাঁরা ভালো বেতন, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুবিধা পাবেন বলে উল্লেখ করেন শাহ।

অমিত শাহ আরও বলেন, ‘অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধুমাত্র একটি চাকরি পাবেন না, তারা একটি সুশৃঙ্খল জীবনযাপনও করবেন এবং তাদের ভবিষ্যত সুরক্ষিত থাকবে।’

অগ্নিবীর প্রকল্প নিয়ে রাহুল গান্ধীর সমালোচনা এবং অমিত শাহর এই মন্তব্য নির্বাচন পূর্ববর্তী প্রচারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ভোটারদের মধ্যে অগ্নিবীর প্রকল্পের ভবিষ্যত এবং এর বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। এ নিয়ে বিজেপি এবং কংগ্রেস উভয়েই তাদের অবস্থান স্পষ্ট করছে।

আরও পড়ুন। নিজের কেন্দ্রে আগলে রাখতে ভোট দিতে গেলেন না বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ