Cyclone Remal LIVE: সাগরের ২১০ কিমি দূরে ঘূর্ণিঝড়, নৈহাটিতে বন্ধ ফেরি সার্ভিস

Cyclone Remal Live Updates: প্রবল ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে। ভারতীয় মৌসম ভবনের সাম্প্রতিক বুলেটিনে জানানো হয়েছে, সাগরদ্বীপের দক্ষিণ-পূর্বে ২১০ কিলোমিটার, ক্যানিংয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ২৩০ কিমি, বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ২২০ কিমি এবং বাংলাদেশের মোংলার দক্ষিণে ২৬০ কিমি দূরে অবস্থান করছে রেমাল। যা আজ মধ্যরাতে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যে দিয়ে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল পার করবে। মোংলার দক্ষিণ-পশ্চিমের কোনও এলাকায় আছড়ে পড়তে পারে। সেইসময় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ১৩৫ কিমিতে পৌঁছে যেতে পারে। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রেমাল আর কতদূর আছে, কখন তাণ্ডব চালাবে, সেটার টাটকা আপডেট দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।

26 May 2024, 04:45:27 PM IST

Cyclone Remal Live Updates: কলকাতা বিমানবন্দরে যাত্রীদের ভিড়

ঘূর্ণিঝড় রেমালের জেরে ২১ ঘণ্টা উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতা বিমানবন্দরে। তার জেরে প্রচুর যাত্রী বিমানে এসে গিয়েছেন। শনিবারই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ঘূর্ণিঝড় রেমালের জেরে ২১ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর। রবিবার বেলা ১২ টা থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করে না। তার জেরে আন্তর্জাতিক এবং ঘরোয়া মিলিয়ে ৩৯৪টি বিমান বাতিল করে দেওয়া হয়েছে।

26 May 2024, 04:36:21 PM IST

Cyclone Remal Live Updates: ১৪টি NDRF টিম মোতায়েন দক্ষিণবঙ্গে

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার গুরমিন্দর সিং জানিয়েছেন, আজ মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করতে পারে। ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ল্যান্ডফলের সময় ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে এনডিআরএফের ১৪টি টিম নামানো হয়েছে। তবে এটা সুপার সাইক্লোন আমফানের মতো হবে না। সমুদ্রে কোনও মৎস্যজীবী নেই।

26 May 2024, 04:28:30 PM IST

Cyclone Remal Live Updates: সন্ধ্যায় ঝড় শুরু কলকাতা-সহ ৪ জেলায়, মেদিনীপুরে একটু কম বেগ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন যে আজ সন্ধ্যা থেকে পশ্চিমবঙ্গের চারটি জেলায় (হাওড়া, হুগলি, কলকাতা এবং মেদিনীপুর) ঝোড়ো হাওয়া বইবে। ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার বেগে ঝড় বইবে। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬৫ কিমি। ঝড়ের বেগ ক্রমশ বাড়বে। একটা সময় ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে ঝড় উঠবে হাওড়া, হুগলি এবং কলকাতায়। যা ৯০ কিমিতে পৌঁছে যাবে। পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ কিছুটা কম থাকবে। সেখানে ঘণ্টায় ৬০-৭০ কিমি ঝড় উঠবে। দমকা হাওয়ার বেগ ৮০ কিমিতে পৌঁছে যাবে।

26 May 2024, 04:28:30 PM IST

Cyclone Remal Live Updates: কতদূরে অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল?

ভারতীয় মৌসম ভবনের সাম্প্রতিক বুলেটিনে জানানো হয়েছে, সাগরদ্বীপের দক্ষিণ-পূর্বে ২১০ কিলোমিটার, ক্যানিংয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ২৩০ কিমি. বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ২২০ কিমি এবং বাংলাদেশের মোংলার দক্ষিণে ২৬০ কিমি দূরে অবস্থান করছে রেমাল। যা আজ মধ্যরাতে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যে দিয়ে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল পার করবে। মোংলার দক্ষিণ-পশ্চিমের কোনও এলাকায় আছড়ে পড়তে পারে। সেইসময় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ১৩৫ কিমিতে পৌঁছে যেতে পারে।

26 May 2024, 04:28:30 PM IST

Cyclone Remal Live Updates: ডায়মন্ড, কাকদ্বীপে বন্ধ ফেরি পরিষেবা

সকাল থেকেই সাগর, নামখানা, বকখালি-সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গার আকাশ ঘন কালো মেঘে ঢেকেছে। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ডায়মন্ড হারবার, কাকদ্বীপের আট নম্বর কচুবেড়িয়া ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।