Head-replacing: বিশ্বের প্রথম মাথা প্রতিস্থাপন করল রোবট, যুগান্তকারী বিপ্লব হল মার্কিন যুক্তরাষ্ট্রে

প্রযুক্তি ধীরে ধীরে উন্নত হচ্ছে, তার সঙ্গে উন্নত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। একটি মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে কিডনি অথবা হার্ট প্রতিস্থাপন করা এখন আর নতুন ব্যাপার নয়। তবে এবার রোবটের মাধ্যমে মস্তিষ্ক প্রতিস্থাপন করা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি ব্রেনব্রিজ, যে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিউরোসাইন্স এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং স্টার্ট আপ, তারা দাবি করেছে যে তারা বিশ্বের প্রথম হেড ট্রান্সপ্লান্ট সিস্টেম তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ওয়েবসাইটের মতে, এটি হলো একটি যুগান্তকারী ডিভাইস যা নিউরোসাইন্স, ইঞ্জিনিয়ারিং এবং AI – এর ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।

(আরো পড়ুন:ফিটনেস কোচ হতে মোটা মাইনের চাকরি চেয়েছিলেন, আজ IIT পাস এই মেয়ে সকলেরই অনুপ্রেরণা)

এই ঘটনাটি কীভাবে সম্ভব হল, তার একটি ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ব্রেনব্রিজ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দুটি সার্জিক্যাল রোবট দুটি শুয়ে থাকা দুটি শরীর থেকে মাথা খুলে অন্য শরীরে লাগাচ্ছে।

অ্যানিমেশনটিতে আরো দেখানো হয়েছে, এই ঘটনাটি যদি বাস্তবে পরিণত হয় তাহলে কী হবে। একটি শরীরে অন্য মানুষের মাথা, প্রতিস্থাপন করার পর তারা কীভাবে কাজ করবে বা শরীরে কী কী পরিবর্তন আসবে, সেটাও দেখানো হয়েছে এই ভিডিওতে। ভিডিওটি শেয়ার করা হয়েছিল গত ২২ মে। ইতিমধ্যেই প্রায় ৯ মিলিয়ন মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছে।

(আরো পড়ুন:দুয়ারে দুর্যোগ! আশঙ্কা ঘূর্ণিঝড় আছড়ে পড়ার, আগে-পরে কী কী করবেন এবং করবেন না)s

ভিডিয়োটি শেয়ার করার সঙ্গে সঙ্গে নেটিজেনেরা নিজেদের মতামত রেখেছেন ভিডিওটির কমেন্ট বক্সে। এক ব্যক্তি লিখেছেন, “এখনো পর্যন্ত একটি শরীরের মধ্যেই মস্তিষ্ক রেপ্লেসমেন্ট করা সম্ভব হয়নি, তাহলে কিভাবে দুটি শরীরে এটা করা সম্ভব?”

অন্য একজন লিখেছেন, “ভিডিওতে যেটি দেখা যাচ্ছে, সেটা কিন্তু মানুষ নয়। একজন মানুষের মস্তিষ্ক রিপ্লেসমেন্ট করার জন্য যেগুলি দরকার সেগুলি কোনও রোবট করতে পারে না। এই ভিডিওটি দেখার জন্য বেশ ভালো হতে পারে কিন্তু বাস্তব সম্মত নয়।”

আবার একজন লিখেছেন, “এটা কোনও ভাবেই বাস্তবসম্মত মনে হচ্ছে না। কীভাবে এটিকে যুগান্তকারী আবিষ্কার বলছেন আপনারা?”

তবে ব্রেনব্রিজের মতে, এই ঘটনাটি যদি বাস্তবে ঘটে, তাহলে নিঃসন্দেহে একটি বিপ্লব আসবে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে। কিন্তু সাধারণ মানুষের মতে, এটি কখনোই বাস্তবে ঘটতে পারে না। যখনই কোনও মানুষের শরীর থেকে মস্তিষ্ক রিপ্লেসমেন্ট করা হবে এইভাবে, সঙ্গে সঙ্গে সেই মানুষের মৃত্যু ঘটবে।