IPL 2024 KKR vs SRH Shah Rukh Khan watching IPL Final covering face in mask with wife Gauri Khan watch video

চেন্নাই: আমদাবাদে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের (KKR vs SRH) কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কেকেআর টিম মালিক শাহরুখ খানকে (Shah Rukh Khan) ভর্তি করা হয়েছিল আমদাবাদের এক হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, প্রবল গরমে ডিহাইড্রেশনের শিকার হয়েছেন বলিউডের বাদশা।

সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বইয়ে ফিরেছিলেন শাহরুখ। চিকিৎসকেরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাঁর দল দশ বছর বাদে আইপিএল (IPL Final) জেতার সামনে দাঁড়িয়ে, আর তিনি বাড়িতে শুয়ে থাকবেন, তা আবার হয় নাকি!

অতএব, চেন্নাইয়ে মাঠে হাজির হয়ে গেলেন শাহরুখ। কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দেখতে। শাহরুখ যে ফাইনাল দেখতে চেন্নাইয়ে যাচ্ছেন, তা রবিবার দুপুর একটায় সকলের আগে লিখেছিল এবিপি আনন্দ। কলকাতা নাইট রাইডার্স শিবিরের বিশ্বস্ত এক সূত্র জানিয়েছিল, দলের ক্রিকেটারদের শাহরুখ বলে দিয়েছেন, ম্যায় হুঁ না…।

সেই খবরই সিলমোহর পেল বিকেলের দিকে। যখন মুম্বই বিমানবন্দরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। সেখানে দেখা যায়, স্ত্রী গৌরী, মেয়ে সুহানা ও ছোট ছেলে আব্রামকে নিয়ে মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দরে ঢুকছেন শাহরুখ। মাঠেও হাজির হয়ে গেলেন বাজিগর। তবে তিনি যে এখনও কিছুটা অসুস্থ, আর সবরকম সতর্কতা অবলম্বন করছেন, বোঝা গেল চেহারায়, পরিধানে। শাহরুখ বসেছিলেন মুখে মাস্ক পরে। পাশে স্ত্রী গৌরী কেকেআরের জার্সি পরে।

 

এমনিতে শাহরুখের একটা কুসংস্কার হল, তিনি মনে করেন, ম্যাচ শুরু হওয়ার খানিক পরে ঢুকলে দল জিতবে। এদিনও তাঁকে যখন টিভি ক্যামেরা প্রথম ধরল, হায়দরাবাদ ইনিংসের পাওয়ার প্লে শেষ। ১২ বছর আগে এই চিপক স্টেডিয়ামেই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সেবার কালো টি শার্ট পরে উত্তেজনায় ভিআইপি বক্সের ব্যালকনির রেলিংয়ে উঠে পড়েছিলেন কিংগ খান। কেকেআর চ্য়াম্পিয়ন হতেই মাঠে দৌড়ে ঢুকে পড়ে ব্রেট লি-র কোলে উঠে পড়েছিলেন। তবে এবার অসুস্থতার জন্যই হয়তো কিছুটা শান্ত, সংযত রইলেন কিংগ খান।

আরও পড়ুন: কেকেআর বোলারদের সামনে কেঁপে গেল হায়দরাবাদ, নাইটদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য লক্ষ্য ১১৪

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন