IPL Final 2024 KKR vs SRH Kolkata Knight Riders defeat Sunrisers Hyderabad by 8 wickets with 57 balls to spare

ABP Ananda LIVE: কাটল নাইটদের দশ বছরের ট্রফি খরা। যে মাঠে ১২ বছর আগে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বে প্রথমবার আইপিএল (IPL 2024) জেতার স্বাদ পেয়েছিল কেকেআর (KKR), সেই মাঠেই এল তৃতীয় খেতাব। সেই গম্ভীর এখন নাইটদের মেন্টর। আর দায়িত্ব নিয়েই দলকে তৃতীয় ট্রফি দিলেন গুরু গম্ভীর। চিপকে ম্যাচ এতটাই একপেশে হয়ে পড়ল যে, প্রথমার্ধেই লেখা হয়ে গেল দেওয়াল। ২০১৪ সালে শেষ যেবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের ঋদ্ধিমান সাহা করেছিলেন ১১৫ রান। এদিন সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH) গোটা দল মিলে তুলল ১১৩! ৫৭ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ নাইটদের। ফাইনালের সেরা মিচেল স্টার্ক (Mitchell Starc)।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই নারাইনকে হারিয়েছিল কেকেআর। প্যাট কামিন্সের বলে ফিরে যান ক্যারিবিয়ান ক্রিকেটার। তবে বেঙ্কটেশ আইয়ার ও রহমানউল্লাহ গুরবাজ় নাইট ইনিংসে আর কোনও ধাক্কা লাগতে দেননি। দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৯১ রান যোগ করেন দুজনে। ২৬ বলে অপরাজিত ৫২ রানের দুরন্ত ইনিংস খেললেন বেঙ্কি। গুরবাজ় ৩২ বলে ৩৯ রান করে ফিরলেন। ততক্ষণে অবশ্য ম্যাচ কার্যত শেষ। শ্রেয়স আইয়ার ৩ বলে অপরাজিত ৬ রানের ইনিংসে নিয়মরক্ষার কাজটি করলেন শুধু। ১০.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১১৪ তুলে ম্যাচ জিতল কেকেআর।