Neeraj Chopra to miss Ostrava Golden Spike 2024 due to muscle injury get to know

নয়াদিল্লি: আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024)। সেখানে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার তিনি। বিশেষ করে আগের বার টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics) পর থেকে যে স্বপ্নের ফর্মে চলছেন, তাতে তাঁকে নিয়ে দেশবাসীর আশা, ভরসাও বেড়েছে। কিন্তু এই খবরটা নিঃসন্দেহে নীরজ চোপড়া (Neeraj Chopra) ও তাঁর ভক্তদের জন্য খারাপ খবর। ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ অলিম্পিক্সের মঞ্চে নামার আগেই চোটের জন্য ছিটকে গেলে ভারতের এই তারকা জ্যাভলিন থ্রোয়ার। সেক্ষেত্রে কি প্যারিস অলিম্পিক্সে নামতে পারবেন না নীরজ? এমন প্রশ্ন কিন্তু উঠতে শুরু হয়ে গিয়েছে।

পেশিতে চােট রয়েছে। তার জন্য ওস্ট্রাভা গোল্ডেন স্পাইক ২০২৪ অ্যাথলেটিক্স মিট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নীরজ। গত কয়েক সপ্তাহ ধরে ট্রেনিং সারছিলেন পানিপথের তরুণ। আর এই অনুশীলনের সময়ই চোট পান ভারতের সোনার ছেলে। এরপরই এই সিদ্ধান্ত নেন নীরজ। তবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীরজ। উল্লেখ্য, ভুবনেশ্বরকে ২৭ তম ফেডারেশন কাপ সিনিয়র অ্যাথলেটিক্সে জ্যাভলিনে সোনা জিতেছিলেন কিছুদিন আগে নীরজ। দেশের মাটিতে তিন বছর পর দেশের মাটিতে কোনও প্রতিযোগিতায় নেমেছিলেন এই জ্যাভলিন থ্রোয়ার। সেই টুর্নামেন্টে চতুর্থ প্রচেষ্টায় ৮২.২৭ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। এর আগে ২০২১ সালে ফেডারেশন কাপেই সোনা জিতেছিলেন নীরজ। সেবার তিনি ৮৭.৮০ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন। চলতি বছরে এটা নীরজের দ্বিতীয় টুর্নামেন্ট। তার আগে দোহা ডায়মন্ড লিগে ৮৮.৩৬ মিটার থ্রো করেছিলেন নীরজ। 

 


কিন্তু প্যারিস অলিম্পিক্সের আগে এভাবে চোট পেয়ে ছিটকে যাওয়াটা কোথাও না কােথাও কিন্তু নীরজকেও চাপে ফেলে দিতে পারে। কারণ প্যারিস অলিম্পিক্সের মত বড় ইভেন্টে নামার আগে পর্যাপ্ত অনুশীলন দরকার। আর চোটের জন্য সেই অনুশীলনেও ব্যাঘাত ঘটবে নীরজের। আর তাই অলিম্পিক্সের মত বড় ইভেন্টে নামার আগে কতটা প্রস্তুত থাকবেন নীরজ, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। উল্লেখ্য, আগামী ২৬ জুলাই থেকে শুরু হওয়ার কথা প্যারিস অলিম্পিক্স। সেক্ষেত্রে চোট সারিয়ে ট্র্যাকে ফেরার জন্য নীরজের হাতে সময় থাকছে এক মাসের একটু বেশি। 

আরও দেখুন