Remal Helpline Number: আরও কাছে রেমাল ঘূর্ণিঝড়! কন্ট্রোল রুমের নম্বর জানুন, রইল বিদ্যুৎ, পুরসভা, CESC হেল্পলাইন

ধেয়ে আসছে রেমাল। ক্যানিং থেকে ২৩০ কিমি দূরে রেমাল। ফের আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে বাংলার উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের। ইয়াসের তিন বছর পরে এসেছে রেমাল। সমুদ্র উত্তাল। প্রবল জলোচ্ছাস। এদিকে কলকাতাতেও এই রেমালের প্রভাব পড়তে পারে। গঙ্গার জলস্তরও ক্রমশ বাড়ছে। রাত ১১টা থেকে রাত ১ টার মধ্য়ে আছড়ে পড়তে পারে রেমাল। গঙ্গায় ফেরি সার্ভিস স্থগিত করা হয়েছে। 

এদিকে কলকাতা পুলিশের যে হেল্পলাইন নম্বর করা হয়েছে তার নম্বর হল ৯৪৩২৬১০৪২৮। কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর হল ২২৮৬-১২১২, ২২৮৬-১৩১৩, ২২৮৬-১৪১৪। এই নম্বরে ফোন করতে পারেন। WBSEDCL হেল্পলাইন নম্বর হল- ৮৯০০৭৯৩৫০৩-০৪। 

এছাড়াও রাজ্য সরকারের তরফেও হেল্পলাইন নম্বর করা হয়েছে। কন্ট্রোল রুম সদা সতর্ক রয়েছে। এই কন্ট্রোল রুমের মাধ্য়মে পুলিশ, দুর্যোগ মোকাবিলা দফতর, মিউনিপ্যালিটি, এনডিআরএফ, এসডিআরএফের সঙ্গে সমণ্বয় রেখে কাজ করবে। কোস্ট গার্ড ও সিভিল ডিফেন্সের সঙ্গেও যোগাযোগ রাখবে এই কন্ট্রোল রুম। সাইক্লোনের সময় কোনও রকম সহায়তার প্রয়োজন হলে,  ১০৭০ বা ০৩৩ ২২১৪৩৫২৬- 1070- 033 22143526 এই নম্বরে ফোন করতে পারেন। 

সেই সঙ্গেই রেমালের দাপট যদি কলকাতা বা সংলগ্ন এলাকায় ব্যপক ভাবে হয় তবে লোডশেডিংয়ের আশঙ্কাও রয়েছে। অনেকেরই এনিয়ে আমফানের ভোগান্তির কথা মাথায় আসছে। এদিকে পরিস্থিতি যদি সেদিকে যায় তবে ভোট পর্বের মধ্য়ে বড় অস্বস্তিতে পড়বে সরকার। তবে এবার বিদ্যুৎ বিভ্রাট হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর রয়েছে দফতর। 

বিদ্যুৎ বিভ্রাট হলে সিএএসসির হেল্পলাইন নম্বরে ফোন করে নিতে পারেন। সেই নম্বরগুলি হল, 8900793503- 8900793504 এই নম্বরগুলি সেভ করে রাখতে পারেন। এই নম্বরে ফোন করে প্রয়োজনীয় সহায়তা চাইতে পারেন। 

এদিকে রেমাল নিয়ে সতর্ক রয়েছে কলকাতা পুরসভা, বিদ্যুৎ দফতর সহ  একাধিক সরকারি দফতর। এনডিআরএফের ১৪টি টিম মোতায়েন করা হয়েছে বাংলায়। উপকূলবর্তী এলাকায় বাসিন্দাদের বার বার সতর্ক করা হচ্ছে। দিঘা, বকখালি, ফ্রেজারগঞ্জ সহ একাধিক জায়গায় পর্যটকরা রয়েছেন। তবে তারা যাতে সমুদ্রে না নামেন সেজন্য় ঘোষণা করা হচ্ছে। হোটেলে বা বাড়িতে থাকার জন্য় অনুরোধ করা হয়েছে। 

এদিকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রেমালের জেরে যাত্রীদের সুরক্ষা যাতে যথাযথ থাকে তার সব ব্যবস্থা করা হয়েছে। তৈরি রয়েছে পুলিশ প্রশাসন। এদিকে এদিন দুপুর থেকেই দেখা যায় যে কলকাতার রাস্তা অনেকটাই ফাঁকা। অনেকেরই চোখ টিভির পর্দায়। আরও কাছে রেমাল!