China-Maldives: মলদ্বীপের তৃষ্ণা মেটাচ্ছে চিন, তিব্বত থেকে পৌঁছে দিয়েছে ১৫০০ টন পানীয় জল

পানীয় জল পাঠিয়ে মলদ্বীপকে হাত করছে চিন। জানা গিয়েছে, মলদ্বীপে ১৫০০ টন পানির চালান পাঠিয়েছে বেইজিং। চলতি বছরের মার্চের পর এই দ্বিতীয়বারের মতো চিন অধিকৃত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের হিমবাহ থেকে জল বের করে মলদ্বীপে পাঠিয়েছে চিন। চিনের প্রিয় পাত্র মোহাম্মদ মুইজু প্রেসিডেন্ট হওয়ার পর এখন মলদ্বীপের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে। ভারত নয়, মলদ্বীপকে এখন ভালো রাখার দায়িত্ব নিয়েছে চিন।

মলদ্বীপে পাঠানো ১৫০০ টন পানীয় জলের এই চালানটি মালেতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ওয়াং লিক্সিন মলদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জামিরের কাছে হস্তান্তর করেছেন। এই তথ্য দিয়ে মলদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির টুইটারে লিখেছেন, শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জনগণের কাছ থেকে ১৫০০ টন মিনারেল ওয়াটার পেয়ে কৃতজ্ঞ। এর আগে মার্চ মাসেও ১৫০০ টন পানীয়ের চালান পাঠিয়েছিল চিন। উল্লেখ্য, তিব্বতের চিনা নাম হল শিজাং।

মলদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পানীয় জলের এই চালানটি জল সংকটে ভুগতে থাকা মলদ্বীপে বিশুদ্ধ পানীয় জল সরবরাহে সহায়তা করবে। জামিরের টুইট শেয়ার করে, চিনে রাষ্ট্রদূত ওয়াং লিক্সিন লিখেছেন, ‘শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে দান করা ৫১০০ মিটার উচ্চ হিমবাহের প্রিমিয়াম জল পাহাড় এবং সমুদ্রের মধ্য দিয়ে মালেতে পৌঁছতে দেখে খুব আনন্দ লাগছে। এটি চিন ও মলদ্বীপের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব এবং তিব্বতের জনগণের মহানুভবতাকে প্রতিফলিত করে।

  • মলদ্বীপের জল সংকটে আগাগোড়াই পাশে থেকেছে ভারত

আজ চিন জল পাঠানোর বিষয়ে গর্ব করে সোশ্যাল মিডিয়া ভরাচ্ছে ঠিকই, কিন্তু মলদ্বীপের বন্ধু ভারত আগাগোড়াই বিশুদ্ধ পানীয় সরবরাহ করে নিঃশব্দে মালদ্বীপের পাশে থেকেছে। মলদ্বীপের বেশিরভাগ দ্বীপ প্রবাল প্রাচীর এবং বালির টিলা দিয়ে তৈরি। এ কারণে এখানে বিশুদ্ধ জল পাওয়া খুবই দুর্লভ। ২০১৪ সালে মলদ্বীপে তীব্র জল সংকট দেখা দেওয়ার পর, সেই সময় ভারতই ছিল সেই দেশ, যে অপারেশন নীরের আওতায় বিমানে করে ১২ ঘণ্টার মধ্যে মালদ্বীপে জল পাঠিয়েছিল। এর পরে আবার, আরও দু’টি ভারতীয় জাহাজ আইএনএস দীপক এবং আইএনএস শুক্লাযও ২০০০ টন জল বোঝাই করে মালে পৌঁছে মলদ্বীপকে পানীয় জলের সংকট মোকাবেলায় সাহায্য করেছিল। এমনকি ২০০৪ সালের সুনামি এবং করোনা মহামারীতেও জল পাঠানো ছাড়াও ভারত মলদ্বীপকে বিভিন্নভাবে সাহায্য করেছিল।

  • চিন কিন্তু শুধুমাত্র মুইজ্জুর প্রাসাদের জন্য জল পাঠিয়েছিল

ভারত যেমন মলদ্বীপের মানুষের পাশে দাঁড়াতে হাজার হাজার টন জল পাঠিয়েছিল, চিন কিন্তু তিব্বতের হিমবাহ থেকে মালেতে ১৫০০ টন জল পাঠিয়েছিল, শুধুমাত্র প্রেসিডেন্ট মুইজ্জুর ব্যবহারের জন্য। জলের চালান আসার কয়েক দিন পরে, জানাজানি হয়ে গিয়েছিল যে দামি ব্র্যান্ডের জল এসেছে রাষ্ট্রপতি ভবনে। এর পর মলদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেই বিবৃতি দিয়ে তিব্বত থেকে জল আসার কথা জানিয়েছিল। যদিও মুইজ্জু সরকার তখন ব্যক্তিগত জল ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন।