Cyclone Remal effect in Kolkata: KKR-র ম্যাচ দেখতে গিয়েছিল ছেলে, আনতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের, সকালে ব্যাহত মেট্রো

দুর্যোগের রাতে কলকাতায় মৃত্যু হল এক ব্যক্তির। ঝড়ের সময় এন্টালির বিবির বাগানে একটি বাড়ির কার্নিশ ভেঙে তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে রবিবার রাতে আইপিএলের ফাইনাল ম্যাচ (কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ) দেখতে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন ওই প্রৌঢ়ের ছেলে। কিন্তু ঝড়ের দাপট বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। নিজেই ছেলেকে আনতে যান। তখন ঝড়ের দাপট আরও বৃদ্ধি পায়। সেই পরিস্থিতিতে তিনি একটি বাড়ির নীচে দাঁড়িয়ে পড়েন। তখনই কার্নিশ ভেঙে মৃত্যু হয়েছে তাঁর। এখনও পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড় রেমালের জেরে মহানগরী থেকে আর কোনও হতাহতের খবর মেলেনি। তবে আজ কার্যত স্তব্ধ হয়ে আছে কলকাতা। মহানগরীর বিভিন্ন রাস্তায় জল জমে গিয়েছে। ভেঙে পড়েছে গাছ। উপড়ে গিয়েছে বিদ্যুতের পোস্ট। ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা।

ভাঙল গাছ, উপড়ে গেল বিদ্যুতের খুঁটি, জমে জল

প্রবল ঘূর্ণিঝড় রেমালের জেরে কলকাতা, সল্টলেক-সহ জেলার বিভিন্ন অংশে গাছ ভেঙে পড়েছে। আলিপুর, বালিগঞ্জের মতো বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে। তার জেরে রুদ্ধ হয়ে গিয়েছে পথ। বিভিন্ন এলাকায় গাছ কাটা হচ্ছে। তাছাড়া বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। সেইসঙ্গে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। হাঁটুর সমান জল জমে গিয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়। ক্যামাক স্ট্রিটে গেলে তো মনে হবে যে সমুদ্র যেন। 

আরও পড়ুন: KKR vs SRH: ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতল- IPL Final-এ সবচেয়ে বড় জয়ের নজির KKR-এর, হল একাধিক রেকর্ড

ব্যাহত মেট্রো পরিষেবা

রাস্তায় তো বটেই, ঘূর্ণিঝড় রেমালের দাপটের মধ্যেই মেট্রোর লাইনে জল জমে গিয়েছে। কলকাতা মেট্রোর ব্লু লাইনের (নর্থ-সাউথ করিডর) পার্কস্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে লাইনে জল জমে যাওয়ায় পরিষেবা ব্যাহত হয়েছে। আপাতত গিরিশ পার্ক থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ আছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলছে। আর অন্যদিকে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন (টালিগঞ্জ) পর্যন্ত মেট্রো চালু আছে।

আরও পড়ুন: Cyclone Remal Weather Forecast in WB: দ্রুত তেজ হারাবে ঘূর্ণিঝড়, তাও আজ প্রবল দুর্যোগ বাংলায়, কোথায় বেশি ঝড়-বৃষ্টি?

শিয়ালদা দক্ষিণ শাখায় চালু রেল পরিষেবা

অবশেষে শিয়ালদা দক্ষিণ শাখায় রেল পরিষেবা চালু করা হচ্ছে। রবিবার রাত ১১ টা থেকে পরিষেবা বন্ধ ছিল। প্রায় সাড়ে ১০ ঘণ্টা পরে পরিষেবা চালু করা হচ্ছে। সকাল ৯ টা ২৫ মিনিট নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ছাড়ার কথা ছিল। এরপর নামখানা লোকাল, বজবজ লোকাল এবং সোনারপুর লোকাল ট্রেন ছাড়ার কথা আছে। যদিও এখনও ট্রেন ছাড়েনি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে সোমবারের সূচি মেনেই এবার থেকে ট্রেন চালানো হবে।

আরও পড়ুন: WB Rain and Wind speed due to Cyclone: কলকাতায় ১৪০ মিমি বৃষ্টি, ৯১ কিমিতে ঝড় দমদমে- কোথায় কতটা তাণ্ডব চালাল ঘূর্ণিঝড়?