IPL 2024 Final KKR records Biggest ever win in IPL Playoffs Knockout stage in route to become champion defeating SRH see in pics

ফাইনাল যে এত একপেশে হবে, ভাবেননি ক্রিকেটপ্রেমীরাও। প্রথমে ব্যাট করে ১৮.৩ ওভারে মাত্র ১১৩ রানে অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ।

জবাবে ব্যাট করতে নেমে ১০.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে কেকেআর।

জবাবে ব্যাট করতে নেমে ১০.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে কেকেআর।

৫৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর।

৫৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর।

বেঁচে যাওয়া বলের নিরিখে (৫৭ বল) এটাই আইপিএল প্লে অফ পর্বে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির।

বেঁচে যাওয়া বলের নিরিখে (৫৭ বল) এটাই আইপিএল প্লে অফ পর্বে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির।

প্লে অফ পর্বে এটা কেকেআরের দ্বিতীয় বৃহত্তম জয়। সানরািজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় জয় কেকেআরের।

প্লে অফ পর্বে এটা কেকেআরের দ্বিতীয় বৃহত্তম জয়। সানরািজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় জয় কেকেআরের।

গোটা টুর্নামেন্টে মাত্র ৩টি ম্যাচ হেরেছে কেকেআর। এত কম ম্যাচ হেরে এর আগে ২০০৮ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই নজির স্পর্শ করল কেকেআর।

গোটা টুর্নামেন্টে মাত্র ৩টি ম্যাচ হেরেছে কেকেআর। এত কম ম্যাচ হেরে এর আগে ২০০৮ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই নজির স্পর্শ করল কেকেআর।

আইপিএল প্লে অফে টানা চার ম্যাচে হাফসেঞ্চুরি হয়ে গেল বেঙ্কটেশ আইয়ারের। ভেঙে দিলেন লেন্ডল সিমন্সের তিনটি হাফসেঞ্চুরির রেকর্ড। প্লে অফ পর্বে সর্বোচ্চ ৭টি হাফসেঞ্চুরি রয়েছে সুরেশ রায়নার।

আইপিএল প্লে অফে টানা চার ম্যাচে হাফসেঞ্চুরি হয়ে গেল বেঙ্কটেশ আইয়ারের। ভেঙে দিলেন লেন্ডল সিমন্সের তিনটি হাফসেঞ্চুরির রেকর্ড। প্লে অফ পর্বে সর্বোচ্চ ৭টি হাফসেঞ্চুরি রয়েছে সুরেশ রায়নার।

২০১২ সালে এই চিপক স্টেডিয়ামেই প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছিল কেকেআর। সেখানেই ১২ বছর পর ফের এক ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হল কেকেআর।

২০১২ সালে এই চিপক স্টেডিয়ামেই প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছিল কেকেআর। সেখানেই ১২ বছর পর ফের এক ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হল কেকেআর।

২০১৪ সালের দশ বছর পর ফের আইপিএল খেতাব জিতলেন নাইটরা। সব মিলিয়ে আইপিএলে তৃতীয় ট্রফি কেকেআরের।

২০১৪ সালের দশ বছর পর ফের আইপিএল খেতাব জিতলেন নাইটরা। সব মিলিয়ে আইপিএলে তৃতীয় ট্রফি কেকেআরের।

অভিষেক শর্মাকে বোল্ড করা দিয়ে শুরু। ২ উইকেট ও ২টি ক্যাচ নিয়ে ম্যাচের সেরা মিচেল স্টার্ক। - পিটিআই

অভিষেক শর্মাকে বোল্ড করা দিয়ে শুরু। ২ উইকেট ও ২টি ক্যাচ নিয়ে ম্যাচের সেরা মিচেল স্টার্ক। – পিটিআই

Published at : 27 May 2024 07:00 AM (IST)

আরও জানুন আইপিএল

আরও দেখুন